1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিযোগ প্রত্যাখ্যান

১৫ জুলাই ২০১২

ত্রিমসার গণহত্যার সঙ্গে সেনাবাহিনী জড়িত নয় বলে দাবি করেছে সিরিয়া৷ এদিকে আসাদকে হটাতে রাশিয়ার সমর্থন পেতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনান৷

https://p.dw.com/p/15Y6A
ছবি: Reuters

ত্রিমসা হত্যাকাণ্ড নিয়ে রবিবার একটি সংবাদ সম্মেলন ডেকেছিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এসময় মুখপাত্র জিহাদ মাকদিসি বলেন, ত্রিমসায় নিয়মিত বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ হয়েছে৷ তাতে হালকা অস্ত্র ব্যবহৃত হয়েছে৷ তিনি বলেন, সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ছিল রকেট চালিত গ্রেনেড৷ সেনাবাহিনী আকাশ থেকে কোনো বিমান হামলা করেনি বলে দাবি করেন মাকদিসি৷ হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা নিয়েও দ্বিমত পোষণ করেন তিনি৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ মুখপাত্র বলেন, সংঘর্ষে ৩৭ জন বন্দুকধারী ও দুইজন সাধারণ নাগরিক নিহত হয়েছে৷

এদিকে, জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক ত্রিমসায় পৌঁছেছেন৷ তারা হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন৷ এ বিষয়ে সিরিয়ায় জাতিসংঘ মিশনের মুখপাত্র সাওশান ঘোশেহ বলেন, ত্রিমসায় নির্দিষ্ট কয়েকটি ঘরবাড়িতে হামলা করা হয়েছে৷ বিশেষ করে যারা সেনাবাহিনী ত্যাগ করেছেন তাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে৷ হামলায় বড় বড় কামান ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এর হিসেবে বৃহস্পতিবার ত্রিমসায় প্রায় দেড় শতাধিক লোককে হত্যা করা হয়েছে৷ সে হিসেবে গত ১৬ মাসের সরকার বিরোধী আন্দোলনে এটা অন্যতম বড় একটা গণহত্যার ঘটনা৷ আজও সিরিয়ার রাসতানে ১৫ জন নিহত হয়েছে৷ এর মধ্যে একটি মেয়ে সহ চারজনের একটি পরিবার রয়েছে৷

এদিকে, সিরিয়ার সমস্যা সমাধানে রাশিয়ার সমর্থন লাভের প্রত্যাশায় সোমবার সেদেশ সফরে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান৷ মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করবেন৷

একই সময়ে চীন সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ এর আগে দেয়া এক বিবৃতিতে মুন সিরিয়ায় গণহত্যা বন্ধে আসাদের উপর চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানান৷

এদিকে, সিরীয় সরকার আর বিরোধীদের মধ্যে আলোচনার আয়োজন করতে ইরান রাজি আছে বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রী আলি আকবর সালেহি৷ উল্লেখ্য, এতদিন ধরে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করে আসছিল ইরান৷ তবে সপ্তাহখানেক আগে কোফি আনান সিরিয়া সমস্যা সমাধানে ইরানের সমর্থন কামনা করেছিলেন৷

জেডএইচ / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য