1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণ কেলেঙ্কারি

৭ সেপ্টেম্বর ২০১২

হলমার্ক গ্রুপের ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা এবং সুশাসন প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাবেক গভর্নর৷

https://p.dw.com/p/164zu
Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

তাঁরা মনে করেন, শুধু সোনালি ব্যাংককে ঢেলে সাজালেই চলবেনা৷ রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের দিকেই নজর দিতে হবে৷ সেখানেও সুশাসনের ব্যবস্থা করতে হবে৷

সোনালি ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে হলমার্ক গ্রুপসহ ৫টি প্রতিষ্ঠান৷ আর এনিয়ে এখন সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে৷ উত্তপ্ত হয়েছে সংসদ৷ আর এই ঋণের টাকা নিয়ে বেফাস মন্তব্য করে সংসদে মাফ চাইতে হয়েছে অর্থমন্ত্রীকে৷ এই যখন অবস্থা তখন এর দায় দায়িত্ব কার তা নিয়েও চলছে আলোচনা৷ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ মনে করেন, সোনালি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, কেউ এর দায় এড়াতে পারেনা৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
দুর্নীতির কারণে সুশাসন আসছে না বাংলাদেশেছবি: DW

আর এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, শুধু সোনালি ব্যাংক নয়, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ অযোগ্য দলীয় লোকে ভরা৷ ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

বাংলাদেশ ব্যাংকের আরেকজন সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই ঋণ কেলেঙ্কারির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অব্যস্থাপনা এবং অদক্ষতা স্পষ্ট হয়েছে৷

এঁরা সবাই মনে করেন, সোনালি ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শুধু শাস্তি দিলেই হবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা এবং পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য