1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈষম্যের অভিযোগ

৩১ আগস্ট ২০১২

ন্যাম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও অনুন্নত দেশগুলোকে সমান চোখে দেখার জন্য বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তেহরান থেকে বাংলাদেশি সাংবাদিক গোলাম মাইনুদ্দিন এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/160R3
ছবি: DW

ন্যাম সম্মেলন কাভার করতে আসা সাংবাদিক গোলাম মাইনুদ্দিন বাংলাদেশের ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ বা ইউএনবির হয়ে কাজ করেন৷ তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সবদেশগুলোকে একইভাবে দেখে৷ এই ক্ষেত্রে বৈষম্য রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷

বক্তব্যে নিজের সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দেন শেখ হাসিনা৷ তিনি বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, নারী ক্ষমতায়নে অগ্রগতির বিষয় তুলে ধরেন৷ এছাড়া দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও জোর দেন তিনি৷ মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ফিলিস্তিনি সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ সন্ত্রাস ইস্যুতে তার সরকারের জিরো টলারেন্স এর বিষয়টিও ন্যাম সম্মেলনে তুলে ধরেন তিনি৷

INTERVEIW OF GOLAM MAINUDDIN - MP3-Mono

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে বুধবার বৈঠকে বসেন হাসিনা৷ এই সময় ভারতীয় প্রধানমন্ত্রী তাকে তিস্তা ইস্যুতে আশ্বস্ত করার চেষ্টা করেন৷ অন্যদিকে প্রধানমন্ত্রীও ভারতের ঋণের সুদের হার কমিয়ে আনার জন্য ধন্যবাদ জানান৷

এদিকে ন্যাম সম্মেলনের উদ্বোধনীতে গণমাধ্যম কর্মীদের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয় বলে জানিয়েছেন সাংবাদিক মাইনুদ্দিন৷ তিনি জানান, অনেক আগে পৌঁছনোর পরও তাদেরকে ভেতরে ঢোকার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়৷ এছাড়া তারা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে কিনা সেটি জানার জন্য নিরাপত্তা কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে৷ তবে উদ্বোধনী অধিবেশনের পর তেমন কোন সমস্যা আর হয়নি বলে জানান সাংবাদিক মাইনুদ্দিন৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য