1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রব্যমূল্য বাড়ছে

২১ জুলাই ২০১২

বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে যায়৷ তবে বাংলাদেশের চিত্র ভিন্ন৷ এখানে রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ে৷ কেন রমজান আসলে বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম?

https://p.dw.com/p/15cqt
Lebensmittel inclusive Reis, Linsen etc in einem Markt in Bangladesch *** Datum: 20.10.2011 Bild von A H M Abdul Hai, DW, eingestellt im Juli 2012
ছবি: DW

রমজান মাস শুরু হলেই অতিরিক্ত মুনাফালোভী, ভেজাল খাদ্য তৈরি ও বিপণন এবং ওজনে কারচুপিকারী অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যায়৷ বাংলাদেশে এসব যেন নিয়মে পরিণত হয়েছে৷ এবারও রমজানের শুরুতে বাজারের পরিস্থিতি ঠিক আগের মতই৷


কেন রমজান আসলে বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম? এমন প্রশ্নে ক্রেতা ও বিক্রেতা দূষলেন একে অপরকে৷ ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে অনেক ক্রেতা চাহিদার চেয়েও বেশি পণ্য কেনেন৷ যেন পরে আর এসব পণ্য পাওয়া যাবে না৷ ফলে বাজারে পণ্যের একটা সঙ্কট সৃষ্টি হয়৷ আর তাতেই বেড়ে যায় দাম৷


আর ক্রেতারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম সাধারণত কমে যায়৷ বিশেষ করে মধ্যপ্রাচ্যে রমজান আসলে প্রত্যেক জিনিসের দাম ব্যবসায়ীরা কমিয়ে দেন৷ কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো৷


বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেণির ব্যবসায়ী রমজান আসলেই পণ্য মজুদ করেন৷ আর তাতেই বেড়ে যায় জিনিসপত্রের দাম৷ এদিকে রমজানে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ হিসেবে অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ভিন্ন কথা৷ তার মতে, আওয়ামী লীগের লোকেরাই সিন্ডিকেট করে পণ্যমূল্য বাড়াচ্ছে৷


প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য