1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য মন্ত্রণালয়ও দায়ী

১ আগস্ট ২০১১

দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য মন্ত্রণালয়কে দুষলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম৷ আর পবিত্র রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলায় মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিম৷

https://p.dw.com/p/1271c
ছবি: DW

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য মন্ত্রণালয়ের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম৷ একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছু ব্যবসায়ীকেও দায়ী করেছেন তিনি৷ রবিবার দুপুরে কমিটির ২৬তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

কমিটির সভাপতি বলেন, ‘‘মন্ত্রণালয়ের অনেক সমস্যা আছে৷ তারা যে ধোয়া তুলসী পাতা এমন নয়৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পেছনে তাদের গাফিলতিও দায়ী৷' তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন৷ সরকার পদক্ষেপ নিয়েছে বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে৷ এরপরেও যদি আবার দাম বাড়ে তবে মন্ত্রণালয় দায়ী থাকবে৷'' আবুল কাশেম বলেন, ‘‘হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সরকার ১০ ব্যবসায়ীকে চিহ্নিত করেছে৷''

এদিকে পবিত্র রমজান উপলক্ষে সনদবিহীন ও নিম্ন মানের পণ্য উৎপাদন, বিক্রয়, বাজারজাত ও ওজনে কারচুপি রোধে ঢাকাসহ দেশের সবগুলো জেলায় ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিম পরিচালনা করবে বিএসটিআই৷ জেলা পর্যায়ে জেলা প্রশাসকের ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী হাকিম এ অভিযানে নেতৃত্ব দেবেন৷ রবিবার সকালে শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া৷

শিল্পমন্ত্রী আরো বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই'এর গুণগত মান সনদ ছাড়া ভেজাল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে ক্রেতাদের ঠকিয়ে আসছে৷
এসব বন্ধ করতে পবিত্র রমজানে বিএসটিআই'এর তালিকাভুক্ত ১৫৩টি বাধ্যতামূলক পণ্যের মান ব্যতিরেকে সনদবিহীন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এ অভিযান চালানো হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক