‘মুঠো ব্যাংক’ সম্পর্কে ডিডাব্লিউ’ই প্রথম জানালো’ | পাঠক ভাবনা | DW | 21.12.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মুঠো ব্যাংক’ সম্পর্কে ডিডাব্লিউ’ই প্রথম জানালো’

লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে নিয়মিত বন্ধু ফয়সাল আহমেদ শিপন জানিয়েছেন, ডাক বিভাগের ‘পোস্ট ই-পে’ বা ‘মুঠো ব্যাংক’ সেবা সম্পর্কে পরিবেশনাটি শুনে উপকৃত হলাম৷

‘হাতের মুঠোয় পৃথিবী' – মধ্য প্রাচ্যের পরিস্থিতি, অশান্ত বাংলাদেশ, অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, গুজরাট ও হিমাচলের বিধানসভা নির্বাচন, সিরিয়ার পরিস্থিতি, ইউরোজোনের তাজা খবর, দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন, জার্মান স্যাটেলাইটের পৃথিবীর ত্রিমাত্রিক ছবি তোলায় সাফল্য, চাঁদে ভ্রমণের সুযোগ, ঝুঁকির মুখে সাংবাদিকেরা, নারী নির্যাতন, নারী পাচার, জার্মানিতে বাংলাদেশের ৪১তম বিজয় দিবস উদযাপন, পণ্ডিত রবি শঙ্করের প্রয়াণ, মহাকাশ গবেষণায় ইউরোপের অগ্রগতি, বুন্ডেসলিগার খবর, মার্কিন সুন্দরীর বিশ্বজয়, জার্মানিতে উচ্চ শিক্ষার নানা দিক, জার্মানির বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান বিদেশি শিক্ষার্থী, জার্মানিতে বড়দিনের কেনাকাটা – আরও কত কী! সব মিলে ডয়চে ভেলের আন্তরিক প্রচেষ্টায় আজ পৃথিবী আমাদের হাতের মুঠোয়৷

Deutschland Lebensmittel Dioxin in Schweinefleisch

‘বেশি মাংস খাওয়ার ফলে পরিবেশের ক্ষতি'

আসল সত্যটি হলো এই যে, ২১শে ডিসেম্বর শুক্রবার পৃথিবীর শেষ দিন নয়, এটা পাগল জ্যোতির্বিদদের কল্পনাপ্রসূত এক ধরনের উদ্ভট ধারণা৷ পৃথিবী আছে এবং আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠবে৷ এই ই-মেল পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

‘বেশি মাংস খাওয়ার ফলে পরিবেশের ক্ষতি' – এই প্রতিবেদনটি দেখে আপনাদের জানাতে চাই যে, ভারতীয়দের মাংসের প্রতি খুব একটা আসক্তি নেই৷ প্রথম কথা হলো, মাংসের দাম আনান্য খাদ্যবস্তুর থেকে অনেক বেশি৷ সেই কারণে গরীব ও মধ্যবিত্ত মানুষরা ইচ্ছা থাকলেও তা কিনে খেতে পারেন না৷ তবে তার থেকে বড় প্রশ্ন হলো, জার্মানির মতো উন্নত দেশে বিজ্ঞানীরা মাংসের বিকল্প অথচ মাংসের মতো স্বাদযুক্ত খাবার তৈরির পদ্ধতি আবিষ্কার করলেই তো সমস্যার সমাধান হয়৷ তাহলে আস্তে আস্তে সকলে সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে এবং পরিবেশ রক্ষা পাবে৷ যাই হোক, এ রকম আসামান্য প্রতিবেদনের জন্য আপনাদের ধন্যবাদ৷ সুহৃৎ বন্দ্যপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে৷

আশা ও বিশ্বাস ভালো আছেন বিভাগীও সকলে৷ ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের প্রতি রইল শিউলি ফুলের শুভেচ্ছা৷ বেশ কিছুদিন পর আমি আবার ফিরে এলাম ডয়চে ভেলের নিয়মিত আয়োজন শুনতে ও মতামত পাঠাতে৷

গতকাল রাতের অনুষ্ঠানে ৮:০৮ মিনিট থেকে ৮:১২ মিনিট পর্যন্ত – এই চার মিনিট অনুষ্ঠান শোনা যায়নি৷ হয়ত কোনো যান্ত্রিক ত্রুটি ছিল৷ রাতের আয়োজনে ‘পশ্চিমের জানালা' পর্বে কেনাকাটা নিয়ে ফিচারটি বেশ ভালো লেগেছে৷ তার সাথে এই প্রজন্ম ফিচারটি লেগেছে আরো ভালো৷ এই সব অসাধারণ আয়োজন করার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ শুভেচ্ছান্তে বাপি দেবনাথ, শহীদ মুক্তি যোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

১৯ই ডিসেম্বর রাতের অনুষ্ঠানে রাজশাহী এবং সিলেটে জামায়াত শিবিরের হরতালের খবর শুনে খুব খারাপ লাগলো৷ আমরা চাই সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক৷ নতুন দিল্লির মেডিকেল ছাত্রীর ধর্ষকদের একজন আদালতে ফাঁসি চেয়েছে৷ আমার মতামত হচ্ছে, ঐ ধর্ষককে ফাঁসি না দিয়ে তিলে তিলে মারা হোক৷ ফাঁসি দিলে তো দু'এক মিনিটেই শেষ!

পাকিস্তানের পোলিও টিকা কর্মীদের উপর হামলার খবরটি শুনলাম৷ আমার মনে হয় এই ঘটনায় পাকিস্তান চিকিৎসা খাতে অনেক দূর্বল হয়ে পড়বে, যার দায় বয়ে বেড়াতে হবে পুরো জাতিকে৷ সেরা গান ‘আনব্রেকেবল' ভালো লেগেছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

২০শে ডিসেম্বর রাতের অনুষ্ঠানে হারুন উর রশীদ স্বপনের ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম ১২টি ইসলামি দলের হরতালের খবর৷ তারা পুরো দেশ জুড়ে ভাঙচুর আর গাড়িতে আংগুন দিয়েছে৷ ইসলাম শান্তির ধর্ম৷ আর শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামকে নিয়ে অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়েছে৷ ইসলাম এই অরাজকতাকে সমর্থন করে না৷ যারা আল্লাহর নামে মানুষকে ভীতু করে দেশে অরাজকতা সৃষ্টি করছে, আল্লাহ তাদের ক্ষমা করবে না৷

Miss USA, Olivia Culpo walks on stage after being named Miss Universe 2012 during the Miss Universe Pageant at Planet Hollywood in Las Vegas, Nevada on December 19, 2012. Eighty-nine countries and territories took part in in this year's pageant. AFP PHOTO / JOE KLAMAR (Photo credit should read JOE KLAMAR/AFP/Getty Images)

মার্কিন সুন্দরীর বিশ্বজয়

অনিল চট্টোপাধ্যায়ের প্রতিবেদন থেকে জানতে পারলাম, গুজরাট রাজ্যে মোদীর হ্যাট্রিকের কথা৷

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে ডয়চে ভেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি৷ একটি প্রতিবেদন থেকে জানলাম, মায়া সভ্যতা বলছে আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে৷ আমি এটা মানছি না৷ কারণ, এর কোনো বৈজ্ঞানিক ভিক্তি নেই৷ আমিও বলছি এটা হবে ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন৷

‘পশ্চিমের জানালা' পর্বে জানলাম বড়দিন উপলক্ষ্যে জার্মানি সাজতে শুরু করেছে এক নতুন রূপে, বেড়েছে কেনাকাটার ভিড়৷ ফেসবুক থেকে আমার কমেন্ট ‘অন এয়ার' করার জন্য ধন্যবাদ৷ ২০ বছর বয়সি মার্কিন বিশ্ব সুন্দরীর কথা জানলাম ফেসবুকে এবং শুনলাম রেড়িওতেও৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এই ই-মেলগুলো পাঠিয়েছেন মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, কেন্দুয়া, মাদারীপুর থেকে৷

আমি আপনাদের অনুষ্ঠান ইন্টারনেটে শুনি ও নিয়মিত ই-মেল করি৷ আমি চিঠি লিখে ছবি আকারে সংযুক্ত করে গত দিনগুলোতে ই-মেল পাঠিয়েছি৷ আপনারা হয়ত সেগুলো বুঝতে পেরেছেন৷ এখন আমি আপনাদের ফেসবুক পাতায় নিয়মিত মন্তব্য করে যাচ্ছি৷ আমার জন্য দোয়া করবেন৷ শুভেচ্ছান্তে নাঈমুর রহমান, সভাপতি ইয়ং রেডিও লিসেনার্স ক্লাব, কামালপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান, ওয়েবসাইট এবং ফেসবুক সম্পর্কে মতামত জানানোর জন্য৷ ‘আপনাদের মতামত পাতায়' গত কয়েকদিন থেকে নিয়মিত মতামত দেওয়া সম্ভব হচ্ছেনা বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত৷ আপনাদের সবার জন্য রইলো শুভ কামনা৷

নির্বাচিত প্রতিবেদন