1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রাজনীতি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৩ নভেম্বর ২০১২

শুক্রবার দ্বিতীয় দিনেও ভারতের সংসদ অচল হয়ে যায় বিভিন্ন ইস্যু নিয়ে সরকার আর বিরোধী দলের হৈ হট্টগোলে৷ এর প্রেক্ষিতে একটা নেতিবাচক রাজনৈতিক দৃশ্যপট উঠে আসছে৷

https://p.dw.com/p/16ofo
ছবি: AP

সংসদ চলতে দেবার জন্য স্পিকার এবং প্রধানমন্ত্রীর আবেদনে কান না দিয়ে যথারীতি বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী শিবিরের কাজিয়া জমে উঠেছে৷ হৈ হট্টগোলে সংসদ শুত্রবার দ্বিতীয় দিনেও মুলতুবি রাখতে হয়৷ খুচরো ব্যবসায় ৫১ শতাংশ বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনার পর ভোটাভুটির দাবিতে বিরোধী পক্ষ যেমন অনড়, সরকারও তেমনি ভোটাভুটি ছাড়া শুধু আলোচনাতে অবিচল৷

টু-জি স্পেকট্রাম বণ্টনে সরকারের লোকসানের পরিমাণ ঘিরে অবসরপ্রাপ্ত এক পদস্থ আধিকারিকের অভিযোগে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ কম্পট্রোলার ও অডিটার জেনারেল অর্থাৎ সিএজির রিপোর্টে লোকসান দেখানো হয়েছিল আনুমানিক ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা৷ ঐ আধিকারিক লোকসানের পরিমাণের সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও তাঁকে সিএজি রিপোর্টে সই দিতে বাধ্য করা হয়েছিল, এমনটাই অভিযোগ৷

সিএজি রিপোর্ট খতিয়ে দেখতে পাঠানো হয় সংসদীয় কমিটির কাছে যার চেয়ারম্যান বিজেপির বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশী৷ তিনি তা অনুমোদন করেন৷ অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সরকার তাঁর দুর্নীতি আড়াল করতে সংসদীয় কমিটির ওপর কালি ছেটাতে চাইছে৷ এটা একটা ষড়যন্ত্র৷

কংগ্রেস নেতা ও মন্ত্রীর মতে, অভিযোগ যদি সত্যি হয়, তাহলে মনে করতে হবে রিপোর্ট তৈরিতে সিএজি সংসদীয় কমিটিকে সাহায্য করেছিল৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্য, বিজেপির স্বরূপ বেরিয়ে পড়েছে৷

বিভিন্ন ইস্যুতে সংসদের ভেতরে ও বাইরে যেভাবে সরকার আর বিরোধী পক্ষের চাপান উতোর চলেছে, তাতে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব বিল ঝুলে আছে, তাতে ভারতের সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সুশীল সমাজে৷ এই প্রসঙ্গে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী উদয়ন বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, ভারতের গণতন্ত্র সম্পর্কে একটা নেতিবাচক বার্তা বহির্বিশ্বে যাচ্ছে, সন্দেহ নেই৷ বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যাঁরা হৈ হট্টগোল করতে পারছেন, তাঁরাই সেন্টার স্টেজ দখল করে নিচ্ছেন৷ জনগণের পয়সায় চলা সংসদের কাজকর্ম না চললে জনগণকেই বিচার করতে হবে কতদিন তাঁরা এটা চলতে দেবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য