1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রাজনীতি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ নভেম্বর ২০১২

সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী পক্ষের আক্রমণ কীভাবে সামাল দেয়া হবে, তার কৌশলনীতি স্থির করতে কংগ্রেস-জোট সরকারের শরিকদের এক নৈশ ভোজে ডেকেছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

https://p.dw.com/p/16kRS
ছবি: AP

আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন৷ তার আগে কংগ্রেস-জোট সরকারের সব শরিক দলের নেতানেত্রীদের শুক্রবার নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভরতুকি দেয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের সংখ্যা কমানো, দুর্নীতি, টু-জি স্পেকট্রাম নিলামসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীপক্ষের আক্রমণ এবং ভোটাভুটিসহ তৃণমূলের অনাস্থা প্রস্তাবের কীভাবে মোকাবিলা করা হবে, তার রণকৌশল স্থির করতেই এই ‘ডিনার ডিপ্লোম্যাসি', মনে করছেন দিল্লির রাজনৈতিক মহল৷

সরকারকে নাজেহাল করতে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামদল৷ বিজেপি নেতাদের কথায়, বিজেপি সংসদের ভেতরে-বাইরে কংগ্রেসকে রেহাই দেবেনা৷ এই সরকার যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল৷ সিপিএম নেতার কথায় এফ ডিআই নিয়ে তাঁরা সংসদে ভোটাভুটির দাবি জানাবে৷ তবে সংসদ অচল করার বিপক্ষে তাঁরা৷ সংযুক্ত জনতা দলের নেতা মনে করেন, খুচরো ব্যবসায় এফডিআই নিয়ে সংসদে আলোচনা হোক, এই ইস্যুতে সরকার সংখ্যালঘু৷

আক্রমণাত্মক মেজাজে বিরোধীপক্ষের মোকাবিলা করতে শরিক দলগুলি যাতে বেঁকে না বসে, তার জন্য তাদের বোঝানোর রাস্তা নিয়েছেন প্রধানমন্ত্রী৷ কারণ বড় শরিক ডিএমকে দল কোন ইস্যুতে এখনো তার অবস্থান স্পষ্ট করেনি৷ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির অবস্থানেও ধোঁয়াশা রয়ে গেছে৷ ভোটাভুটির পরিস্থিতি তৈরি হলে তারা যাতে সরকারের পাশে থাকে, সেকথা বোঝাতে মুলায়ম সিং ও মায়াবতীকে আগেই আলাদা করে নৈশভোজে ডেকেছিলেন প্রধানমন্ত্রী৷

তবে অধিকাংশ দল সংসদ অচল করার বিপক্ষে হলেও খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির বিরোধিতায় বেশি ঝড় উঠবে সংসদের এবারের অধিবেশনে৷

সরকারের নড়বড়ে অবস্থা দেখে মধ্যবর্তী নির্বাচনের একটা রব শোনা যাচ্ছে৷ তাতে জল ঢেলে কংগ্রেস মন্ত্রীনেতা সংবাদ সম্মেলনে বলেন, দেশের মানুষ ৫ বছরের জন্য সরকারকে ভোট দিয়েছে এবং সরকার তার মেয়াদ পুরো করবে৷ নির্বাচন নির্ধারিত সময়ে অর্থাৎ ২০১৪ সালে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য