1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২৬ জানুয়ারি ২০১২

২০১০ সালের বিশ্বকাপে জার্মান জাতীয় ফুটবল দল যে দৃষ্টান্ত স্থাপন করে, তার দেখাদেখি জার্মানির লিগ ফুটবলেও আজ তরুণ খেলায়াড়দের নিয়েই তোলপাড়৷

https://p.dw.com/p/13q5y
ছবি: picture-alliance/dpa

জাতীয় দলের পর বোরুসিয়া ডর্টমুন্ড ক্লাব লিগ ফুটবলেও একই পন্থা অনুসরণ করে গতবছরের বুন্ডেসলিগা খেতাবটি তুলে নিয়ে যায়৷ এবং হালে প্রতি বুন্ডেসলিগা সপ্তাহান্তে কোনো না কোনো ক্লাবের কোনো না কোনো তরুণ খেলোয়াড় চমক দিচ্ছে এবং সাড়া জাগাচ্ছে৷

ভল্ফসবুর্গের সেবাস্টিয়ান পোল্টার'এর বয়স মাত্র ২০৷ কোচ ফেলিক্স মাগাথ যখন নগদমূল্যে অন্যত্র অভিজ্ঞ পেশাদারদের খরিদ্দারিতে ব্যস্ত, তখন ক্লাবের জুনিয়র টিম থেকে উঠে আসা পোল্টার বিগত দু'টি খেলায় ভল্ফসবুর্গের হয়ে জয়ের গোলটি করেছে৷ তা'তে মাগাথ'কে কিছু ব্যঙ্গের হাসিও সহ্য করতে হয়েছে বৈকি৷

অথবা ধরা যাক ফ্রাইবুর্গ'এর কথা৷ তাদের মাথিয়াস গিন্টার বৃহস্পতিবার আঠেরোয় পা দেয়, এবং শনিবার ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করে৷ ফলে ক্লাব কর্তৃপক্ষ এই সোমবারেই তাকে পাকা কনট্র্যাক্ট দিয়েছেন৷ - অন্যদিকে শনিবার শালকে'র হয়ে গোল করেছে ইউলিয়ান ড্রাক্সলার, কিরিয়াগোস পাপাদোপুলোস এবং জোয়েল মাতিপ - যাদের বয়স যথাক্রমে ১৮, ১৯ এবং ২০৷

বলতে কি, ইউরো ২০০০'এ জার্মানির বিপর্যয়ের পরই হাওয়া ঘুরতে শুরু করে৷ জার্মান জাতীয় ফুটবল ফেডারেশন ডিএফবি জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে ট্যালেন্ট স্কাউটিং এবং ট্রেনিং পদ্ধতি ঢেলে সাজায়৷ তার ফলে জাতীয় জুনিয়র দলগুলি কয়েকটি আন্তর্জাতিক খেতাব জেতে৷ এমনকি ফুটবলের আপন দেশ ইংল্যান্ডেও ‘জার্মান সিসটেম' নিয়ে আলোচনা শুরু হয়৷ এবং ২০১০'এর বিশ্বকাপে জার্মানির মেসুত ওয়েজিল, থমাস ম্যুলার, সামি খেদিরা ইত্যাদি কচিকাঁচাদের দাপট দেখার পর কোনো তরফেই আর কোনো সন্দেহ থাকে না৷

পরের বুন্ডেসলিগা মরশুমেই ডর্টমুন্ড মারিও গোয়েটসে, কোভিন গ্রোসক্রয়েৎস, স্ভেন বেন্ডার ইত্যাদিদের নিয়ে সোজা চ্যাম্পিয়নশিপ অবধি দৌড় দেয়৷ সব মিলিয়ে, কি জাতীয় ফুটবল, কি লিগ ফুটবল, সর্বত্রই ঐ ‘জার্মান সিসটেম'-টা ভালোই কাজ করছে, বলেছেন জাতীয় কোচ ইওয়াখিম লোয়েভ থেকে শুরু করে আন্ডার-নাইনটিন কোচ হর্স্ট রুবেশ এবং ডিএফবি'র স্পোর্টস ডিরেক্টর মাথিয়াস সামার, সকলেই৷

আরেকটি কথাও স্মরণ করা দরকার৷ গত মরশুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ডর্টমুন্ড প্রায় দেউলিয়া হবার পর স্রেফ টাকা নেই বলেই স্থানীয়, তরুণ প্রতিভাধরদের খোঁজে গিয়েছিল৷ এবার তারা এক কোটি সত্তর লক্ষ ইউরো খরচ করে বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের ২২-বছর-বয়সী মার্কো রয়েস'কে আনিয়েছে, যে বয়েস ইতিমধ্যেই জার্মান জাতীয় দলে খেলেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য