1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইন্স শীর্ষস্থান থেকে নামিয়ে আনলো বায়ার্ন মিউনিখকে

২৮ নভেম্বর ২০১১

বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় বায়ার্ন মিউনিখ এক নম্বর থেকে নেমে এল তিন নম্বরে৷ রোববার বেশ নীচের দিকে থাকা মাইন্সের কাছে ৩:২ গোলে হেরে যাওয়ার ধাক্কাটা সামলে নিতে দলের একটু সময় লাগবে৷

https://p.dw.com/p/13IMs
বায়ার্নের জালে মাইন্সের তিন নম্বর গোলছবি: dapd

মাইন্সের কাছে পরাজয়ের ধাক্কাই শুধু নয়, বায়ার্ন মিউনিখকে চোখ মেলে দেখতে হলো চ্যাম্পিয়ন ডর্টমুন্ড কীরকম দুর্ধর্ষ খেলে ছিনিয়ে নিল এক নম্বর আসনটি৷ তাছাড়া গত সপ্তাহে তার নিজের মাঠেই হার মানতে হয়েছিল বায়ার্নকে ডর্টমুন্ডের তরুণ খেলোয়াড়দের হাতে৷ লীগের গত পাঁচটি খেলার তিনটিতেই পরাজয় মানতে হয়েছে বুন্ডেসলিগার এই রেকর্ড চ্যাম্পিয়ন দলকে৷

দলের ক্রীড়া পরিচালক ক্রিস্টিয়ান ন্যার্লিঙ্গার পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে বলেন, মাইন্সকে ভাল খেলার ক্রেডিট দিতে হবে অবশ্যই৷ তবে এরকম এক পরাজয়ের পর আমাদের নিজেদের দিকেই ভাল করে চোখ ফেরাতে হবে৷ তিনি বলেন, প্রয়োজনীয় মারমুখো ভাব, বিপক্ষের খেলোয়াড়দের থামিয়ে দেয়া, নিজেদের জন্য সুযোগ তৈরি করা - এই মৌলিক ব্যাপারগুলো ঠিক সেভাবে ঘটতে দেখা যাচ্ছেনা৷ তবে তিনি মনে করেন, বায়ার্ন অচিরেই তার আসল খেলা খেলতে পারবে৷

এটা ঠিক যে জখমের কারণে বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ মাঠজুড়ে ২৭ বছর বয়স্ক এই স্টার খেলোয়াড়ের প্রভাব, রক্ষণভাগের ওপর তার নিয়ন্ত্রণের ফায়দা পায়নি দল গত কয়েকটি খেলায়৷

মাইন্স যে বেশ বুদ্ধি করে খে লেছে এবং ভাল খেলেছে সেকথা বায়ার্ন পক্ষও স্বীকার করতে ভোলেনি৷ মাইন্সের কোচ টোমাস টুখেল বলেন, আমাদের দলের প্রশংসা করতেই হবে৷ প্রতিটি খেলায় আমরা উন্নতি করছি৷ লীগের গত চারটি খেলার তিনটিতেই জিতেছে দল৷ এবং পয়েন্টের তালিকায় তারা ১৩ নম্বর স্থানে ওঠাতে পেরেছে নিজেদের৷

বায়ার্ন মিউনিখ এখন কত তাড়াতাড়ি ধাক্কাটা সামলে নিতে পারে সেটাই দেখার বিষয়৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ