1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেপ গুয়ার্দিওলা

৫ মে ২০১২

বার্সা’র কোচ হিসেবে নু ক্যাম্প’এর মাঠে মরশুমের শেষ খেলার আগে পেপ গুয়ার্দিওলা বলেছেন, বিদায় সম্বর্ধনা বড় কথা নয়, এস্পানিয়ল’এর বিরুদ্ধে খেলাটাই বড় কথা৷ বিশ্বের একটি সেরা ফুটবল ক্লাবের কোচের মুখে এ কথাই মানায়৷

https://p.dw.com/p/14qRo
Barcelona's coach Josep Guardiola is seen during the match against Chelsea during a Champions League semifinal second leg match at the Camp Nou stadium in Barcelona, Spain, Tuesday, April 24, 2012. Chelsea drew 2-2 with Barcelona to win the match 3-2 on aggregate. (Foto:Emilio Morenatti/AP/dapd)
পেপ গুয়ার্দিওলাছবি: AP

‘‘আমি বিদায় নেওয়া পছন্দ করি না৷ কিন্তু মানুষ আমাকে চেনে৷ কাজেই আমি আশা করব তারা তাদের স্বভাবগত ব্যবহার করবে৷ আমি এখানে চার বছর ধরে কোচ ছিলাম৷ কাজেই ব্যক্তি হিসেবে আমার প্রতি মানুষের কিছু ভালোবাসা থাকবেই৷ কিন্তু তা গৌণ হওয়া উচিৎ৷ লোকে আসলে একটা ফুটবল খেলা দেখতে আসছে,'' শুক্রবার বিকেলে বলেন গুয়ার্দিওলা৷ মানুষটাকে কিছুটা তাই দিয়েই চেনা যায়৷

ইওসেপ গুয়ার্দিওলা দি সালা'র জন্ম ১৯৭১ সালে৷ ১৩ বছর বয়সে এফসি বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়া'য় ভর্তি হন৷ বার্সা'র যুব টিমে খেলতেন মিডফিল্ডের ডান দিকে৷ ওলন্দাজ ফুটবলের কিংবদন্তী এবং বার্সা'র সাবেক কোচ ইওহান ক্রয়েফ খুদে স্টেডিয়ামে পেপ'কে খেলতে দেখে নির্দেশ দেন, তাকে স্টপার পোজিশনে খেলানোর৷ বিশে পা দেওয়ার আগেই পেপ বার্সার পেশাদারি দলে অন্তর্ভুক্ত হন এবং স্পেনের প্রিমেরা দিভিজিওন'এ তাঁর আবির্ভাব ঘটে৷

Barcelona coach Pep Guardiola reacts during their Club World Cup final soccer match against Estudiantes in Abu Dhabi, United Arab Emirates, Saturday, Dec. 19, 2009. (AP Photo/Hassan Ammar)
পেপ গুয়ার্দিওলাছবি: AP

গুয়ার্দিওলা ছিলেন ইওহান ক্রয়েফের সেই ‘ড্রিম-টিমের' স্থায়ী সদস্য৷ এবং তার পরেও তাঁকে বাদ দিয়ে বার্সা'কে ভাবাই যেতো না৷ বার্সার হয়ে মোট ১৭ বছর খেলেছেন৷ সেই সময়ে বার্সা জিতেছে ১৬টি খেতাব৷ ২০০১ সালে লুই ফ্যান খাল কোচ থাকাকালীন গুয়ার্দিওলা প্রথম বাদ পড়েন৷ যে কারণেই হোক, সে সময় ক্লাবের কাছ থেকে বিদায় সম্বর্ধনা নিতে চাননি পেপ৷

বার্সার পর ইটালিতে আরো দু'টি ক্লাবের হয়ে খেলেছেন গুয়ার্দিওলা, তবে বার্সার মতো সাফল্য পাননি৷ সক্রিয়ভাবে পেশাদারি ফুটবল খেলার শেষ প্রচেষ্টা মেক্সিকোয়, ২০০৬ সালে, এবং ছমাস পরেই তার ইতি৷ ইওহান ক্রয়েফের আমলেই তাঁকে ক্রয়েফের ডান হাত বলা হতো৷ কাজেই ২০০৮ সালে বার্সার প্রসিডেন্ট জোয়ান লাপোর্তা যখন ঘোষণা করেন যে, গুয়ার্দিওলা বার্সার মুখ্য কোচ হতে চলেছেন, তখন গুয়ার্দিওলা'র পুরনো সতীর্থরা কেউ আশ্চর্য হননি৷ আশ্চর্য হয়েছিলেন বার্সার তখনকার তিন তারকা রোনাল্দিনিয়ো, ডেকো এবং স্যামুয়েল এ'টো, যখন গুয়ার্দিওলা তাদের সরাসরি জানিয়ে দেন যে, তাদের আর কাজে লাগানো হবে না৷ ২০১০ সালে ঠিক তেমনিভাবেই স্লাটান ইব্রাহিমোভিচকে বিদায় দেন পেপ৷

কিন্তু এবার পেপ'এর নিজেরই বিদায়ের পালা৷ পেপ'এর আমলে বার্সার সাফল্যের কাহিনি সুবিদিত৷ সেই বার্সা ছাড়ছেন পেপ৷ কেন? গুয়ার্দিওলার নিজের ভাষায়: ‘‘সারা জীবন ধরে কেউ বার্সার কোচ থাকতে পারে না৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই