1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনায় রদবদল

২৭ এপ্রিল ২০১২

বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন৷ আজই তিনি এ ঘোষণা দিলেন৷ এই মরশুমের শেষে তিনি আর তার চুক্তির মেয়াদ বাড়াবেন না৷

https://p.dw.com/p/14lxs
ছবি: AP

বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল এক সাংবাদিক সম্মেলনে কথাগুলো জানান৷ তিনি বলেন,‘‘কোচ গুয়ার্দিওলা আগামী সিজনে কোচ হিসেবে আর থাকছেন না৷ আপনাদের সবার সমর্থন এবং ভালোবাসার জন্য আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷''

কোচ পেপ গুয়ার্দিওলা জানান,‘‘গত কয়েক সপ্তাহ ধরে যে সব জল্পনা-কল্পনা চলছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত৷ আমি সবসময়েই স্বল্পমেয়াদি চুক্তিতে সই করতে রাজি৷ কিন্তু বার্সেলোনার মত বড় ক্লাব কোনো স্বল্পমেয়াদি প্রস্তাব দিতে রাজি নয়৷ তাদের চাহিদাও বেশি৷ আমরা দুটি বড় ধরণের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিঁকে থাকতে পারিনি৷ তাই আমি মন বলছে এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়৷''

কারণ হিসেবে তিনি জানান,‘‘কারণ খুবই সোজা৷ চার বছর ধরে আমি বার্সেলোনার কোচ হয়ে কাজ করেছি৷ আমার মনে হয় সবাই ক্লান্ত হয়ে পড়েছে৷ এখন সময় এসেছে নতুন আরেকজনকে কোচ করার৷ নতুন কোচ যা দিতে পারবে আমার মনে হয় আমি তা দিতে পারবো না৷ আমার যা করার আমি করেছি৷''

গত মঙ্গলবার চেলসির সঙ্গে খেলায় হেরে যায় বার্সেলোনা৷ ফলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পৌঁছতে এবং তাদের গতবছরের খেতাব বজায় রাখতে ব্যর্থ হয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (রয়টার্স, ডিপিএ)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য