1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াত সম্পর্কে অবস্থান

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ নভেম্বর ২০১২

সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা বলেছেন, জামায়াতের সঙ্গে কোন সংলাপ বা আলোচনা নয়৷ তারা জামায়াতকে ১৮ দলীয় জোট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি৷

https://p.dw.com/p/16kMw
ছবি: DW/Harun Ur Rashid Swapan

শুক্রবার ঢাকায় রাজনৈতিক দলের সভা-সেমিনারের আলোচনায় প্রাধান্য পেয়েছে একদিন আগে মার্কিন দূতাবাসের দেয়া বিবৃতি৷ ওই বিবৃতিতে জামায়াতের সাম্প্রতিক সময়ের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান হয়৷ আর তারই জবাবে শুক্রবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াত যা করছে তা রাষ্ট্রদ্রোহ৷ তাদের সঙ্গে কোন সংলাপ নয়৷ তাদের বিচার করা হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা জামায়াত চালাচ্ছে তা দমন করা হবে৷

ভিন্ন এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার উচিত হবে জাময়াতকে তাদের রাজনৈতিক জোট থেকে বের করে দেয়া৷

Delwar Hossain Sayeedi Archivbild 2011
জামায়াত সম্পর্কে রাজনৈতিক দলগুলির অবস্থানে ঐকমত্য দেখা যাচ্ছে নাছবি: AP

এদিকে ঢাকা মহানগর বিএনপি'র আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, সরকার জাময়াতকে দমনের নামে বিএনপি'র নেতা-কর্মীদের হয়রানি করছে৷ তিনি বলেন জামায়াত কী করেছে, তা তাদের ব্যাপার৷ এর সঙ্গে বিএনপি'র কোন সম্পর্ক নেই৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে৷ সরকার যদি এটা বন্ধ না করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে৷

অন্যদিকে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন দূতাবাসের বিবৃতি অগ্রহণযোগ্য৷ মার্কিন দূতাবাস সংলাপের কথা বলে প্রকারান্তরে জামায়াতের পক্ষেই অবস্থান নিয়েছে৷ তিনি বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷ এ যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা ঠিক নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য