1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নের সবাই জাতীয় বীর

৪ জুন ২০১৩

গভীর রাত পর্যন্ত চলেছে উদ্দাম আনন্দনৃত্য৷ আর কী কী হয়েছে শোয়াইনস্টাইগার বলতে নারাজ৷ বায়ার্ন মিউনিখের বিষয়ে সে আলোচনা গৌণ৷ ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে ‘ট্রেবল' পূর্ণ করায় জার্মান ক্লাবটির প্রশংসাই এখন সবার মুখে৷

https://p.dw.com/p/18iyG
ছবি: Reuters

শনিবার রাতে ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে এ মৌসুমের তৃতীয় শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ৷ চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান লিগ এবং অবশেষে জার্মান কাপ – এভাবে এক মৌসুমে ত্রিমুকুট জেতা জার্মানির ক্লাব ফুটবল ইতিহাসে এই প্রথম৷ খেলোয়াড়-সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস তো বাঁধ ভাঙবেই৷ রাতে তেমন সুযোগ খেলোয়াড়রা পেয়েছেন৷ ম্যাচ শেষেই চলে গিয়েছিলেন নাইটক্লাবে৷ সারারাত চলেছে সাফল্য উদযাপন৷ নিজেদের শহর মিউনিখে সমর্থকরা ছিলেন প্রিয় খেলোয়াড়দের অপেক্ষায়৷ দুপুরে কোচ ইয়ুপ হাইনকেসের সঙ্গে এসে তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটায় বায়ার্ন৷ মিউনিখে তখন তুমুল বৃষ্টি, সঙ্গে কনকনে শীত তো ছিলই৷ জুনের প্রকৃতির এমন অস্বাভাবিক প্রতিকুলতা তোয়াক্কা না করে মারিয়েন প্লাৎসে হাজির তখন হাজার হাজার সমর্থক৷ ঢুলু ঢুলু চোখ আর ক্লান্ত শরীর নিয়ে প্রিয় দলের সবাই বাস থেকে নামা মাত্রই করতালিতে ফেটে পড়ে মারিয়েন প্লাৎস৷

FC Bayern München feiert Triple
শোয়াইনস্টাইগার, লাম আর কোচ হাইনকেসের হাতে বায়ার্নের তিন অর্জনছবি: Reuters

উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তুলে ধরা হয় অসাধারণ এক মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে পাওয়া তিন তিনটি ট্রফি৷ বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের হাতে আগের রাতেই জেতা জার্মান কাপ, অধিনায়ক ফিলিপ লামের হাতে বুন্ডেস লিগা আর কোচ হাইনকেসের হাতে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি৷ সবচেয়ে বড় সাফল্যের প্রতীক কোচের হাতেই, ২২ বছর আগে এই ট্রফি জয়ের অঙ্গীকার করেছিলেন, ক্লাবের সঙ্গে তৃতীয় দফা শেষ করার আগে এমন সম্মান তাঁরই তো প্রাপ্য!

বার্লিনে শনিবার হয়ে যাওয়া স্টুটগার্টের বিপক্ষের ম্যাচটিই বায়ার্নের সঙ্গে হাইনকেসের আপাতত শেষ৷ ২৬ জুন কোচ হিসেবে বায়ার্নে যোগ দিচ্ছেন পেপ গুয়ার্দিওলা৷ হাইনকেসের ভবিষ্যৎ জানা যাবে আজ, মঙ্গলবার৷ সম্ভব সব সাফল্য এনে দেয়া মৌসুম শেষেই ক্লাবকে বিদায় জানানোর মতো দুঃখজনক বাস্তবতার পরের সময়টা কিভাবে কাটাতে চান ৬৮ বছর বয়সি কোচ এক সংবাদ সম্মেলনে জানাবেন আজই৷

তবে সে পরিকল্পনায় যা-ই থাকুক, বায়ার্নকে এক মৌসুমে তিনটি শিরোপা জিতিয়ে কিন্তু এমনিতেই ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছেন হাইনকেস৷ এমন সময়ে যা হওয়ার কথা তা-ই হচ্ছে – প্রশংসার বন্যায় ভাসছে ফুটবল ইতিহাসের সফলতম জার্মান ক্লাব৷ জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ তো চিরকালের বীরের মর্যাদাই দিয়ে দিয়েছেন, বায়ার্ন মিউনিখকে৷ তাঁর কথার সারমর্ম হলো, বায়ার্ন যোগ্য দল হিসেবেই এবার ত্রিমুকুট জিতেছে এবং এ সাফল্য নতুন ইতিহাস গড়ায় বায়ার্নের সবাই সর্বকালের জাতীয় বীর৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য