1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

৭ নভেম্বর ২০১১

আজ বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা৷ আর এই উৎসবকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ জাতীয় ঈদগাহে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা৷

https://p.dw.com/p/13620
A Bangladeshi paramilitary soldier stands guard as Muslim devotees offer prayers in Dhaka, Bangladesh, Monday, Nov. 15, 2004. Muslims are celebrating Eid-al-Fitr that ends the holy fasting month of Ramadan. (AP Photo/Pavel Rahman)
ফাইল ছবিছবি: AP

সকাল সাড়ে আট টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা৷ নামাজের পর মুসলমানরা পশু কোরবানি দেবেন৷ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যসহ দেশের শীর্ষ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন৷ তাই এখানকার নিরাপত্তার দিকে সর্বাধিক নজর দেয়া হয়৷ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ জানান, ঈদগাহ এবং রাজধানীর নিরাপত্তায় পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে৷

ব়্যাবের পরিচালক কমান্ডার রফিকুল ইসলাম জানান, ঈদগাহ ঘিরে কমপক্ষে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷

গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জানিয়েছেন, ঈদগাহে প্রায় দেড় লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে৷ তাদের সব দিক খেয়াল রেখেই কাজ করা হয়েছে৷

আর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শরিফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঈদগাহে মহিলারাও নামাজ আদায় করতে পারবেন৷

এদিকে পশু কোরবানি করার পর দ্রুত বর্জ্য পরিষ্কার করে ফেলার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য