1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়, ভোগান্তি চরমে

৬ নভেম্বর ২০১১

কাল ঈদুল আজহা হলেও ঘরমুখো মানুষ জানেন না তারা ঈদের আগে বাড়ি পৌঁছতে পারেন কিনা৷ লঞ্চে বিড়ম্বনা কম হলেও ট্রেন আর বাস যাত্রীদের ভোগান্তি এখন চরমে৷ সড়কে দীর্ঘ যানজট আর ট্রেনের সিডিউল বিপর্যয় পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে৷

https://p.dw.com/p/135ul
A passenger train carries Islamic pilgrims returning after a 3-day Islamic congregation in Tongi, Bangladesh, 15 kilometers (10 miles) north of Dhaka, Bangladesh, Sunday Dec. 15, 2002. The three-day Islamic congregation which began Dec. 13, had participants from nearly 80 countries, and aimed to discuss Islam and the problems it faces today.
ফাইল ছবিছবি: AP

এই হল ঈদে ট্রেনে করে বাড়ি ফেরার অবস্থা৷ যেন এক মহাযুদ্ধ শুরু হয়েছে৷ যেভাবেই হোক বাড়ি যেতে হবে৷ ঈদ করতে হবে প্রিয়জনের সান্নিধ্যে৷ জীবনের ঝুঁকি নিয়ে হলেও৷ বাড়ি তারা যাবেনই সে ট্রেনের ছাদ হোক আর দুই বগির সংযোগে দাঁড়িয়ে হোক৷

এরা তবু ট্রেনে যেভাবেই হোক উঠতে পেরেছেন৷ কিন্তু এখনো হাজার হাজার মানুষ ট্রেনের অপেক্ষায়৷ তারা টিকেট কেটেছেন৷ কিন্তু তারা জানেননা তাদের ট্রেন কখন ছাড়বে৷ অথবা আদৌ ছাড়বে কিনা৷

ট্রেনের মহাপরিচালক আবু তাহের বললেন, নরসিংদির মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে৷ এর সঙ্গে রয়েছে বাড়তি যাত্রীর চাপ৷ সবমিলিয়ে সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না৷

Bangladeshi Muslims try to board an overcrowded train as they head home ahead of Eid al-Fitr, in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 30, 2011. Eid al-Fitr marks the end of the fasting month of Ramadan. (Foto:Pavel Rahman/AP/dapd)
ঈদে ঘরমুখো মানুষ এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রা করেনছবি: dapd

এদিকে মহাসড়কে যানজটের কারণে এক ঘণ্টার পথ পার হতে পাঁচ থেকে সাত ঘণ্টা লাগছে৷ ফলে কখন গন্তব্যে পৌঁছানো যাবে তা জানে না কেউই৷ তবুও সবার মধ্যে বাড়ি ফেরার আগ্রহে কমতি নেই৷

ঈদে বাড়ি ফেরায় মানুষের এই চরম ভোগান্তিতে উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি ৷ বিএনপি নেতা রুহুল কবির রিজভী আজ এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান৷

ট্রেন, বাস আর লঞ্চ স্টেশনে এখনো যেখানে বেজায় ভিড় সেখানে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম