‘বাংলা নববর্ষের শুভেচ্ছা’ | পাঠক ভাবনা | DW | 12.04.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলা নববর্ষের শুভেচ্ছা’

বাংলা বিভাগের সকল কর্মকর্তা আর পাঠকবন্ধুদের জানাই বাংলা নববর্ষ ১৪২০ সালের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা৷ নতুন বছরটি সক্কলের জন্য হোক মঙ্গলময় ও সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বন্যা৷

আসামের জোড়হাটি থেকে এভাবেই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু পৃথ্বীরাজ পুরকায়স্থ৷

সম্মানিত ডয়চে ভেলের সকল কর্মকর্তাবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা জানবেন৷ আপনাদের প্রতি রইল বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা৷ আর একটি খুশির সংবাদ হচ্ছে ১লা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল আমার বয়স ২২ হবে৷ সবাই আমার জন্য দোয়া করবেন৷ নাঈমুর রহমান, সভাপতি ইয়াং রেডিও লিসেনার্স ক্লাব, কামালপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে৷

- বাহ্ ,দু'টো উপলক্ষ্য একই দিনে! ডবল শুভেচ্ছা রইলো৷

Dossierbild Happy Birthday 02

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টেলিফোনে চট্টগ্রাম থেকে বহু পুরানো বন্ধু ডা.অসিত কুমার দাস মিন্টু এবং সিলেট থেকে শ্যামল কুমার পাল৷

-ধন্যবাদ৷ পাঠক বন্ধুদের জন্যও রইলো বাংলা বিভাগের সবার পক্ষ থেকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা৷ নতুন বছর আপনাদের জন্য সুখ আর শান্তির বার্তা বয়ে আনুক – আমাদের একান্ত কামনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন