1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল-প্রেমী এক সাহিত্যিক

২৯ মে ২০১২

নাম মরিটজ রিনকে৷ জাতিতে জার্মান, বয়স চুয়াল্লিশ৷ ইউরো ২০১২'র আগে একটি বই প্রকাশ করেছেন, যার শীর্ষক হল: ‘‘মেটসেল্ডার তখন মের্টেসআকার'কে বললেন...''৷ বইটি ‘ফুটবলকে প্রেম নিবেদনের বিভিন্ন নিদর্শনের' এক সংকলন৷

https://p.dw.com/p/153p7
ছবি: AP

মরিটজ রিনকে পেশায় কথাসাহিত্যিক, একাধিক পুরস্কারও পেয়েছেন৷ ওদিকে তিনি নিজেকে বলেন, ফুটবল-পাগল৷ এককালে নাকি জাতীয় দলের গোলরক্ষক হবার স্বপ্ন দেখতেন৷ রিনকে গত দশ বছরে ফুটবল সম্পর্কে যা কিছু লিখেছেন, তা সে কবিতাই হোক আর পত্র-পত্রিকাতেই হোক, তাই জড়ো করে তাঁর এই সর্বাধুনিক সংকলন বা ফুটবলের প্রতি প্রেমপত্র৷

রিনকে'র বইতে উদ্ভট অনেক কিছুই ঘটে: যেমন লিগ চ্যাম্পিয়নশিপের শিল্ড কিংবা জার্মান কাপ নিজেরাই কথা বলে৷ কিন্তু বইটির আসল আকর্ষণ হল নিঃসন্দেহে জার্মান একাদশের মাঝমাঠের নোঙর বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের এক পর্যায় কাল্পনিক প্রেমের চিঠি৷

EURO 2008 - Österreich - Deutschland Angela Merkel jubelnd
সোয়াইনস্টাইগার আর ফুটবলপ্রেমী ম্যার্কেলছবি: picture-alliance/dpa

শোয়াইনস্টাইগার তখন ২০১০'এর বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায়৷ ম্যার্কেল কখনো তাঁকে পেশির ব্যথার জন্য আর্নিকা লাগাতে বলছেন৷ কখনো আবার ম্যার্কেলকে শোয়াইনস্টাইগারের বান্ধবী সারা ব্রান্ডনার সম্পর্কে ঈর্ষাকাতর হতে দেখা যাচ্ছে৷ ম্যার্কেল লিখছেন: ‘‘সারা'র দক্ষিণ আফ্রিকা যাওয়ার ব্যাপারে আমার মনোভাব তো তুমি জানো৷ আমি কি ইওয়াখিম'কে ক্যানাডার শীর্ষবৈঠকে সাথে নিয়ে যাই?''

ইওয়াখিম সাওয়ার হলেন আঙ্গেলা ম্যার্কেলের স্বামী৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য