1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী ঠেকানোর পরিকল্পনা

২৫ মে ২০১২

এগিয়ে আসছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা ‘ইউরো ২০১২’৷ ফুটবল অঙ্গনে বিশ্বকাপের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি৷

https://p.dw.com/p/152El
ছবি: dapd

পোল্যান্ড আর ইউক্রেন এবার যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ সে লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিতে এখন ব্যস্ত আয়োজকরা৷

এসবের মধ্যে একটা ছোট্ট, কিন্তু ঠিকমত নিয়ন্ত্রণ করতে না পারলে যেটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে, এমন বিষয় নিয়েও মাথা ঘামাতে হচ্ছে আয়োজকদের৷ সেটা হচ্ছে, খেলা চলার সময় স্টেডিয়ামগুলোতে বর্ণবাদী স্লোগানের আশঙ্কা৷

পোল্যান্ড আর ইউক্রেনে এ ধরণের ঘটনা আগেও ঘটেছে৷ বর্ণবাদ বিরোধী একটি সংগঠনের জরিপে দেখা গেছে, সেপ্টেম্বর ২০০৯ থেকে মার্চ ২০১১, এই দেড় বছরে পোল্যান্ডের স্টেডিয়ামগুলোতে বর্ণবাদীদের দৌরাত্ম্যের ১৩০টির মত ঘটনা ঘটেছে৷ তবে সংস্থাটি বলছে, এই সংখ্যাটা আসল সংখ্যার ছোট্ট একটা অংশ মাত্র৷ আরেক আয়োজক ইউক্রেনেও গত দুই বছরে আশিটির মতো বর্ণবাদী ঘটনার খবর পাওয়া গেছে৷

পরিস্থিতি সামলাতে জরিপ পরিচালনাকারী সংস্থাটি দুই দেশেই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে চলেছে৷

অবশ্য এর পরও থেমে নেই বর্ণবাদীরা৷ কদিন আগে তারা এমন কিছু স্টিকার আর টি-শার্ট বিক্রি করেছে, যেগুলোতে লেখা ছিল ‘আমরা সবাইকে ঘৃণা করি', ‘বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকদের ক্ষমা করা হবে না' ইত্যাদি নানান সব স্লোগান৷ অবশ্য পরে নিরাপত্তা বাহিনী এসব পণ্য বিক্রিতে বাধা দেয়৷ আর বিক্রেতাদের আটক করে৷ ‘ইহুদিদের ঢুকতে দেয়া হবে না' এই জাতীয় স্লোগানও লেখা ছিল টি-শার্টগুলোতে৷

আপাতত পরিস্থিতি সামাল দেয়া গেলেও এই ঘটনা এটাই প্রমাণ করছে যে, ভবিষ্যতে খেলার সময় কিছু না কিছু ঘটতে পারে৷

ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ এফএ ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে৷ তারা বলছে, ইউরো প্রতিযোগিতার সময় তাদের কাল খেলোয়াড় ও সমর্থকরা বর্ণবাদের শিকার হতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে৷

প্রতিবেদন: ডিপিএ / জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য