1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে বিএনপি

১৮ মার্চ ২০১২

অবশেষে প্রায় এক বছর পর সংসদে যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি সহ ৪ দলীয় জোটের সংসদ সদস্যরা৷ রোববার বিকেল সোয়া ৫টার দিকে খালেদা জিয়াসহ বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন৷

https://p.dw.com/p/14MPV
ছবি: picture-alliance/Dinodia Photo

এসময় সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা৷ স্পিকার আব্দুল হামিদ তাঁদের সংসদে স্বাগত জানান৷

এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি'র সংসদীয় দলের বৈঠকে সংসদের চলতি অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়৷ গত বছরের ২৪শে মার্চ ৮ম অধিবেশন থেকে বিএনপির নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ বর্জন করে আসছেন৷ এরপর তারা আর সংসদে যাননি৷ এবারের সংসদে সংরক্ষিত আসনসহ মোট ৩৯টি আসন বিএনিপি'র৷ বিএনিপি'র সঙ্গে জামায়াতে ইসলামী, এলডিপি এবং বিজেপি'র সংসদ সদস্যরাও রোববারের অধিবেশনে যোগ দিয়েছেন৷

সংসদে যোগ দেয়ার পর বিএনপির সংসদ সদস্য শহীউদ্দিন চৌধুরী এ্যানি প্রথম বক্তব্য রাখেন ৷ তিনি সংসদে বলেন বিএনপি ১২ মার্চের মহাসমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ১০ই জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে৷ এই সংসদ তা বিবেচনা করবে বলে তাঁর আশা৷

এদিকে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন সংসদ সদস্যপদ রক্ষা বা বেতন ভাতার জন্য তাঁদের সংসদ সদস্যরা সংসদে যাননি৷ তাঁরা গণতন্ত্র রক্ষার জন্যই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

অন্যদিকে রোবাবার আদালতে একুশে আগষ্টের গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷ আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক ভূমি উপমন্ত্রী আব্দুস সলাম পিন্টু, জামায়াতের আমীর এবং সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান৷ মামলায় ২৮শে মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে৷ ২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল৷ হামলায় শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান৷ নিহত হন ২৪ জন৷আহত হন ৩ শতাধিক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য