1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশ বাধা দেয়ায় বিএনপি’র পূর্ব ঘোষিত গণমিছিল পণ্ড

২১ ডিসেম্বর ২০১১

পুলিশি বাধার মুখে আজ ঢাকায় বিরোধী বিএনপি’র পূর্ব ঘোষিত গণমিছিলের কর্মসূচি পণ্ড হয়ে যায়৷ পুলিশ সকাল থেকেই বিএনিপ’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে৷ পুলিশের ভাষ্য, নাশকতার ঘটনা যাতে না ঘটে, তাই এ ব্যবস্থা৷

https://p.dw.com/p/13XCy
ছবি: AP

মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে বাধা এবং বিএনপি'র নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ বেলা ৩টার দিকে বিএনপি'র পূর্ব নির্ধারিত গণমিছিলের কর্মসূচি ছিল৷ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল বের হওয়ার কথা ছিল৷ কিন্তু সকাল থেকেই পুলিশ বিএনপি'র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে৷

বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি অফিসের বাইরে নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি'র নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷

বিকেল ৪টার দিকে পুলিশের ঘেরাওয়ের মধ্যেই ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনিপ'র ১০/১২ জন সিনিয়র নেতা কেন্দ্রীয় কার্যলয়ে প্রবেশ করেন৷ তাঁরা সেখানে জরুরি বৈঠক করেন৷ বৈঠক শেষে তাঁরা সামনের রাস্তার মিছিল বের করার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তা-ধ্বস্তি হয়৷ বাধা পেয়ে এক পর্যায়ে তাঁরা রাস্তায় বসে পড়েন৷ পুলিশ সেখান থেকেও তাঁদের সরিয়ে দেয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার প্রতিবাদ জানান৷ তিনি বলেন, তাঁদের ১০/১৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...ছবি: DW

এই ঘটনায় পুলিশের সহাকারী কমিশনার মেহেদী হাসান বলেন, নতুন করে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটতে পারে সেজন্যই পুলিশ সক্রিয় ছিল৷

এদিকে আলাদা একটি প্রতিবাদ সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে৷ আর দেশে এখান ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য