1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান দুর্ঘটনা

২২ এপ্রিল ২০১২

পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর সংশ্লিষ্ট দায়ীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে৷ নিহতদের লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়েছে৷ গত দুই বছরে দ্বিতীয়বারের মত ভয়াবহ বিমান দুর্ঘটনা হলো পাকিস্তানে৷

https://p.dw.com/p/14iwJ
Paramilitary soldiers and members of the media gather near the wreckage of a Boeing 737 airliner that crashed in Islamabad April 21, 2012. The Pakistani airliner, with 127 people on board, crashed in bad weather as it came in to land in Islamabad on Friday, scattering wreckage and leaving no sign of survivors. The Boeing 737, operated by local airline Bhoja Air, was flying to the capital from Pakistan's biggest city and business hub Karachi. REUTERS/Faisal Mahmood (PAKISTAN - Tags: TRANSPORT DISASTER)
Flugzeugabsturz in Pakistanছবি: dapd

অবতরণকালে দুর্ঘটনা

বেসরকারি বিমান সংস্থা ভোজা এয়ারের বোয়িং ৭৩৭-২০০ বিমানটি এই দুর্ঘটনায় পড়ে শুক্রবার সন্ধার দিকে৷ করাচি থেকে বিমানটি ইসলামাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলো৷ এই সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিলো৷ ইসলামাবাদের বিমানবন্দরের কাছে আসার পর বিমানটি অবতরণের চেষ্টা করে৷ পাইলটের ভুলের কারণে সেটি গিয়ে পড়ে শহর উপকন্ঠের একটি গ্রামের মাঠে৷ মুহূর্তেই গোটা বিমানটি টুকরো টুকরো হয়ে যায়৷ বিমানে থাকা ১২১ জন যাত্রী এবং ছয়জন ক্রু'র সকলেই প্রাণ হারিয়েছে৷ এদের মধ্যে ১১টি বাচ্চাও রয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, ২০১০ সালের জুলাই-এ ইসলামাবাদে আরেক বিমান দুর্ঘটনায় ১৫২ জন প্রাণ হারিয়েছিলো৷

epa03189929 Relatives gather at Jinnah International Airport as they wait for updates on the fate of their relatives who were traveling on the Bhoja Air plane that crashed minutes before landing at Islamabad International Airport, in Karachi, Pakistan, 20 April 2012. A Bhoja Air plane carrying some 127 passengers including nine crew crashed on the outskirts of Islamabad, killing all of them. EPA/REHAN KHAN
ভোজা এয়ারলাইন্সের সামনে নিহতদের স্বজনরাছবি: picture-alliance/dpa

পারস্পরিক দোষারোপ

দুর্ঘটনার কারণ জানানোর জন্য ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানী কর্তৃপক্ষ৷ এছাড়া ভোজা এয়ারলাইনের প্রধান ফারুক ভোজার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক৷ তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে পাকিস্তানী কর্তৃপক্ষ এবং ভোজা এয়ারলাইনের কাছ থেকে দুই ধরণের বক্তব্য পাওয়া গেছে৷ পাকিস্তানী কর্তৃপক্ষ বলছে, ৩০ বছরের পুরনো ও সেকেন্ড হ্যান্ড বিমান দিয়ে এই উড়াল পরিচালনা করছিলো ভোজা এয়ারলাইন৷ প্রশাসনের পক্ষ থেকে এর দায় ভোজা এয়ারলাইনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে৷ তবে মালিক পক্ষ বলছে, পুরনো বিমান নয় বরং বিরূপ আবহাওয়া বিমান দুর্ঘটনার কারণ৷ ভোজা এয়ারের কর্মকর্তা মাশাম জাফর বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তানের সরকারি এয়ারলাইন্সও পুরনো বিমান দিয়ে উড়াল পরিচালনা করে৷ তাই কারিগরী ত্রুটি নয় বিরূপ আবহাওয়াকে দোষ দেওয়া উচিত৷

epa03190317 Rescue workers inspect the wreckage of a Bhoja Airline Boeing 737-200 airliner that crashed minutes before landing at Islamabad International Airport, in Rawalpindi, Pakistan, 20 April 2012. A Bhoja Air Boeing 737 plane carrying some 127 passengers including nine crew crashed on the outskirts of Islamabad, killing all of them. EPA/T. MUGHAL +++(c) dpa - Bildfunk+++
বিমানের টুকরোছবি: picture-alliance/dpa

লাশ ফেরত

এদিকে নিহতদের লাশ ফেরত দেওয়া শুরু হয়েছে৷ পাকিস্তান ইন্সটিউট অব মেডিকেল সায়েন্স এর নির্বাহী পরিচালক মেহমোদ জামালের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, তারা ১১৫ জনের মৃতদেহ শনাক্ত করতে পেরেছে৷ এর মধ্যে ১১২ জনের লাশ পরিবার ও স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে৷ মেহমোদ জামাল জানান, কোন মৃতদেহই অখণ্ড অবস্থায় পাওয়া যায়নি৷ এদিকে লাশ হস্তান্তরের সময় নিহতদের স্বজনদের আহাজারিতে শোকের আবহ তৈরি হয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, (এএফপি, ডিপিএ)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য