1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শিল্প

১৭ জুন ২০১২

তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকার আশুলিয়ার কোন কারখানা খোলা হবেনা বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন৷

https://p.dw.com/p/15GnK
Bangladeshi garments workers stitch at a factory in Dhaka, Bangladesh, Thursday, Nov.10, 2005. A summit of South Asian leaders this weekend in Bangladesh will focus on improving economic growth and reducing poverty, as well as implementing long-adopted plans to benefit the area's 1.5 billion people. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে৷ ভাঙচুর করে তা আদায় করা যাবেনা৷ তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস শিল্পে হামলা এবং ভাঙচুরের পর রোববার থেকে আশুলিয়ার তিন শতাধিক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় বিজিএমইএ৷ কিন্তু তারপরও সেখানে চলছে শ্রমিকদের আন্দোলন৷ শ্রমিকরা বলছেন তাদের এখন যে বেতন দেয়া হয় তাতে তাদের পক্ষে চলা খুবই কঠিন৷ আর কারখানা বন্ধ করে দেয়ায় হাজার হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন৷ তারা পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেন৷ তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন৷

আর বিজিএমইএ'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ডয়চে ভেলেকে বলেছেন, হামলা এবং ভঙচুরের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি না দেওয়া পর্যন্ত ঢাকার আশুলিয়ার কোন কারখানা খোলা হবেনা৷ তারা নিরাপত্তাহীনতার মধ্যে তাদের প্রতিষ্ঠান চালাবেন না৷ তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে৷ যথাযথ কর্তৃপক্ষকে তা জানাতে হবে৷ তারাই সিদ্ধান্ত নেবেন বেতন বাড়ানো কতটুকু যৌক্তিক৷ ভাঙচুর করে তা আদায় করা যাবেনা৷

বিজিএমইএ সভাপতি মনে করেন, এই হামলা ভাঙচুরের পেছনে গভীর ষড়যন্ত্র আছে৷ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাককে প্রতিযোগিতায় দুর্বল করতেই এসব করা হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য