1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিকের মজুরি

১৬ জুন ২০১২

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের অস্থিরতা দূর করতে শ্রম আইন পুরোপুরি বাস্তবায়ন এবং শ্রমিক সংগঠনের অনুমতি দেয়ার কথা বলেছেন মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ৷

https://p.dw.com/p/15GW2
Bangladeshi garments workers stitch at a factory in Dhaka, Bangladesh, Thursday, Nov.10, 2005. A summit of South Asian leaders this weekend in Bangladesh will focus on improving economic growth and reducing poverty, as well as implementing long-adopted plans to benefit the area's 1.5 billion people. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

তিনি মনে করেন বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিলে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা যেতে পারে৷

ঢাকার আশুলিয়া এলাকার গার্মেন্ট শ্রমিকরা ৪ দিন ধরে তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন৷ শনিবার এই আন্দোল নারায়ণগঞ্জ এলাকায়ও ছড়িয়ে পড়ে৷

২০১০ সালে গার্মেন্ট শ্রমিকদের জন্য সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়৷ তাতে সর্বনিম্ন মজুরি করা হয় ৩০০০ টাকা৷ তখন মজুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ইকতেদার আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, আইন অনুযায়ি ৫ বছর পর পর নতুন মজুরি নির্ধারনের কথা৷ তবে তার আগে বাজার দর, মূদ্রাস্ফিতিসহ নানা দিক বিবেচনায় নিয়ে মজুরী পুনঃর্নির্ধারণ করা যায়৷ আর এজন্য শ্রমিকদের মজুরি বোর্ড আবেদন করতে হবে৷ উদ্যোগ নিতে হবে সরকারকে৷

Bangladeshi garments workers carry red and black flag as they protest the killing of their fellow workers in Dhaka, Bangladesh, Tuesday, Nov. 10, 2009. At least three garments workers were reportedly dead after police gunfire on Oct. 31 at an industrial town outside the capital during a protest where Bangladeshi textile workers demanded unpaid wages. (ddp images/AP Photo/ Pavel Rahman)
দাবি আদায়ে শ্রমিকদের মিছিলছবি: AP

তিনি মনে করেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যদি তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে শ্রমিক অসন্তোষ হওয়ার কথা নয়৷ আর শ্রমিক সংগঠন থাকলে তারাই দাবী দাওয়া পেশ করতে পারত৷ সাধারণ শ্রমিকদের রাস্তায় নামতে হত না৷

তবে ইকতেদার আহমেদ মনে করেন, তৈরি পোশাক শিল্প মালিকদের সক্ষমতার দিকটিও বিবেচনায় রাখতে হবে৷ খেয়াল রাখতে হবে কোন কারণে যেন এই শিল্প ক্ষতিগ্রস্ত না হয়৷ কারণ আমাদের প্রধান রপ্তানি আয় আসে এই শিল্প থেকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য