1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছিটমহলবাসীর অনশন

৩১ মার্চ ২০১২

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলে নাগরিকত্বের জন্য আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা৷ তারা জানিয়েছেন তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই অনশন চলবে৷

https://p.dw.com/p/14Vrk
Indian Border Security Force soldiers patrol in the early morning fog along barbwire fence along the India Bangladesh border in Jaipur village near Agartala, capital of India?s northeastern state Tripura, Monday, Dec. 4, 2006. Security along the border has been intensified following Political instability and continuing violence in Bangladesh. India shares over 4,000 kilometers (2500 miles) border with Bangladesh. (AP Photo/Ramakanta Dey)
বাংলাদেশ-ভারত সীমান্তছবি: AP

তবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই ছিটমহলবাসীর দুঃখের অবসান ঘটবে৷

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের বাসিন্দাদের আমরণ অনশনের ১৩তম দিন চলছে৷ তাদের কথা হয় নাগরিকত্ব, নয় মৃত্যু৷ তারা চান তাদের বাংলাদেশ অথবা ভারত যে কোন এক দেশের নাগরিকত্ব দেয়া হোক৷ এরইমধ্যে ২০/২৫ জন ছিটমহলবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন৷ পঞ্চগড়ের পুঁটিমারী এলাকায় এই অনশনে স্থানীয় জন প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশের প্রশাসনের কোন দায়িত্বশীল কর্মকর্তা সেখানে যাননি৷

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল আছে৷ আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫২টি ছিটমহল আছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ঢাকায় ডিডাব্লিউকে জানিয়েছেন, ছিটমহল বাসীর এই কষ্ট অমানবিক৷ তিনি জানান, এ ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি সই হয়েছে৷ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল বাংলাদেশের অংশ হবে৷ আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ভারতের অংশ হবে৷ তবে এজন্য ভারতীয় সংসদের অনুমোদন লাগবে৷

ড. গওহর রিজভী বলেন, ভারত সরকার আশ্বাস দিয়েছে তাদের এই সংসদেই চুক্তিটি অনুমোদন হবে৷ আর এই চুক্তি বাস্তবায়নের জন্য ১২ হাজার স্ট্রিপ ম্যাপে (ক্ষুদ্র মানচিত্র) সই করা হয়েছে৷ তিনি আশ্বাস দেন, অল্প সময়ের মধ্যেই ছিটমহলবাসীর দুঃখের অবসান ঘটবে৷

গওহর রিজভী ছিটমহলবাসীকে আর কয়েকটি দিন ধৈর্য ধরার অনুরোধ করেছেন৷ তিনি বলেন, আমি নিশ্চিত সহসাই সুসংবাদ আসবে তাদের জন্য৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য