1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সই হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি

২১ নভেম্বর ২০১১

নতুনদিল্লিতে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব স্তরের দুদিনের বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে প্রত্যর্পণ চুক্তি সম্পাদন প্রক্রিয়া চূড়ান্ত৷ কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তা সই হবে৷

https://p.dw.com/p/13EHn
Bangladesh Prime Minister Sheikh Hasina, left, and Indian Prime Minister Manmohan Singh wave to the media after Hasina received Singh at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (Foto: Pavel Rahman/AP/dapd)
ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফর দু’দেশের সম্পর্ক আরো জোরদার করে তোলে, যার ফলশ্রুতি এসব চুক্তির ক্ষেত্রে অগ্রগতিছবি: dapd

দ্বাদশ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব স্তরের দুদিনের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন দ্ব্যর্থহীনভাবে বলেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হাসিনা সরকার বরদাস্ত করবে না৷ এক্ষেত্রে সরকারের নীতি জিরো-টলারেন্স৷ উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরো বাড়াতে নতুন নতুন ক্ষেত্রে তা প্রসারিত করা হবে৷

১৯৯৭ সাল থেকে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত আসামের আলফা জঙ্গি অনুপ চেটিয়ার প্রত্যর্পণ নিয়ে কিছুটা আইনি জটিলতা রয়ে গেছে৷ যেহেতু বিষয়টি আদালতের এক্তিয়ারে তাই এবিষয়ে সরকারের কিছু করার নেই৷ তবে শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়৷

এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম এবং পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই-এর সঙ্গে৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরের সময়ে দুদেশের মধ্যে সীমান্ত বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি যাতে দ্রুত কার্যকর হয় সে বিষয়েও কথা হয়৷

উল্লেখ্য, অনুপ চেটিয়ার বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, জোর করে অর্থ আদায় ইত্যাদি বহু অভিযোগ৷ বর্তমানে তিনি বাংলাদেশে জেলবন্দি বলে ধরা হয়ে থাকে৷

ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং বলেন, অনুপ চেটিয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ পারস্পরিক সহযোগিতায় উভয়পক্ষ সন্তুষ্ট৷ বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠতম প্রতিবেশী বন্ধুদেশ৷ হাসিনা সরকার আসার পর তা আরো নিবিড় হয়েছে৷ এই গতি অব্যাহত থাকবে, বলেন ভারতের স্বরাষ্ট্রসচিব৷

জানা গেছে বৈঠকে ছিটমহল হস্তান্তর প্রক্রিয়াটি ওঠে৷ দুটি বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতার সমাধান হলেও বাকি ছিটমহলগুলির প্রক্রিয়া কীভাবে ত্বরান্বিত করা যায় সেবিষয়ে আলোচনা হয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান