1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘দ্য লেডি ইজ এ ট্র্যাম্প’’

২২ নভেম্বর ২০১১

লেডি গাগা’কে যারা ম্যাডোনা’র জ্যাজ্ড-আপ, আরো রঙচঙে, অত্যাধুনিক সংস্করণ বলে মনে করেন, তাদের একটা নতুন চমক দিয়েছেন লেডি গাগা: ৮৫ বছর বয়সের জ্যাজ গায়ক টোনি বেনেট’এর সঙ্গে ডুয়েট গেয়ে৷

https://p.dw.com/p/13Eoq
Preistraegerin Pop International Lady Gaga / Roter Teppich bei der Verleihung der - Bambi 2011 - von Hubert Burda Media in den Rhein-Main-Hallen in Wiesbaden
নানা বাহারি সাজে লেডি গাগাছবি: picture-alliance/Eventpress Herrmann

মজার কথা, টোনি বেনেট সম্পর্কে যেমন লিভিং ক্ল্যাসিক ছাড়া আর কিছু বলা চলে না, ‘‘দ্য লেডি ইজ এ ট্র্যাম্প'' গানটি সম্পর্কেও তাই৷ ১৯৩৭ সালের রজার্স এ্যান্ড হার্ট'এর মিউজিকাল ‘বেব্স ইন আর্মস'এর গান৷ পরে ফ্র্যাঙ্ক সিনাত্রা, এলা ফিটজেরাল্ড, শার্লি বেসি, স্যামি ডেভিস জুনিয়র, অনেক বড় বড় শিল্পী গানটি ‘কভার' করেছেন, অর্থাৎ নিজেদের মতো করে গেয়েছেন৷

টোনি বেনেট এবার যখন তাঁর ৮৫তম জন্মদিন উপলক্ষে একটি দ্বিতীয় ডুয়েট গানের এ্যালবাম বার করলেন, তখন তার গোড়াতেই থাকল পপ সংগীত জগতের বর্তমান সম্রাজ্ঞী লেডি গাগা'র সঙ্গে ডুয়েট৷ এবং সেটা দ্য লেডি ইজ এ ট্র্যাম্প না হয়ে অন্য কিছু হলেই আশ্চর্য হতো৷ কেননা গানটি সূচনায় লেখা হয়েছিল নিউ ইয়র্ক হাই-সোসাইটির আদবকায়দা, কেতা ইত্যাদিকে ঠাট্টা করে৷ এবং লেডি গাগা তো কি মনোরঞ্জন, কি ফ্যাশনের জগতে মূর্তিমতী বিপ্লব৷ তিনি কোনো রীতিনীতিরই ধার ধারেন না৷

Actor David Hasselhof, left, announces winner of the Best Female act award Lady Gaga at the MTV European Music Awards 2011, in Belfast, Northern Ireland, Sunday, Nov. 6, 2011. (AP Photo/Joel Ryan)
ইউরোপীয় সংগীত পুরস্কার ২০১১ প্রদান অনুষ্ঠানে লেডি গাগাছবি: AP

আশ্চর্য এই, লেডি গাগা আদৌ গান গাইতে পারেন কিনা, বলে যে নিন্দুকরা নাক সিঁটকোতেন, তাদের কিন্তু এবার মুখ চুপ এবং চুন৷ টোনি বেনেটের পাশে যে কণ্ঠটি শোনা গেছে ঐ ডুয়েটে, তা এমনই সাবলীল, স্বচ্ছন্দ, বলিষ্ঠ, সপ্রতিভ এবং পরিশীলিত এক জ্যাজ কণ্ঠ, যে লেডি গাগা'কে অবলীলাক্রমে খানদানি জ্যাজ গায়িকা বলে চালিয়ে দেওয়া যায়! হাজার হোক, স্টেফানি জোয়ান্নে আঞ্জেলিনা গের্মানট্টা তো ঐ নিউ ইয়র্কেই জন্মেছেন, বড় হয়েছেন, এমনকি আর্ট স্কুলেও গেছেন - অন্তত কিছুদিনের জন্য৷

লেডি গাগা'কে গ্ল্যাম রক'এর প্রতিনিধি, ফ্যাশন আইকন, সমকামীদের প্রবক্তা, মাইকেল জ্যাকসনের পরে বিশ্বের সেরা এবং সবচেয়ে চমকপ্রদ স্টেজ'শো'গুলির স্রষ্টা ইত্যাদি বহু রূপে দেখা এবং দেখানো হয়ে থাকে৷ সারা বিশ্বে এ্যালবাম বেচায় এবং গ্র্যামি কি এমটিভি এ্যাওয়ার্ড পাওয়ায় তাঁর জুড়ি নেই৷ লেডি গাগা'র টেলিভিশন সাক্ষাৎকার দেখলে বোঝা যায়, একটি ক্ষিপ্র মন কাজ করছে এই বাহারে বহিরাবরণটির অন্তরালে৷

কিন্তু সব কিছুর উৎসমুখে ছিল এবং আছে সংগীত৷ আবার লেডি গাগা'র ক্যারিয়ার'টা যে ভবিষ্যতে কোন পথে যেতে পারে, অথবা যাবার ক্ষমতা রাখে, তারই একটা নমুনা দিলেন যেন এই ২৫ বছর বয়সের শিল্পী:

‘‘ডিনার আটটায়, কিন্তু তার আগেই খিদে পায়৷

থিয়েটার ভালোবাসে, কিন্তু দেরি করে আসা নয়৷

যাদের ওপর খ্যাপা, তাদের নিয়ে ক্কচিৎ মাথা ঘামায়৷

সেই জন্যেই এই মহিলা আদৌ সভ্য-ভব্য নয়৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লা আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান