1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসন, গাগার সঙ্গে ছবি তুলতে পেল্লাই লাইন টোকিওয়

৩০ সেপ্টেম্বর ২০১১

মাদাম তুসো-র প্রদর্শনীকে ঘিরে টোকিওয় হৈচৈ৷ বেশি নয়, গোটা আঠারো মোমের মূর্তি হাজির টোকিওতে৷ প্রদর্শনী খুলল এই আজই, শুক্রবার৷ খোলার আগে থেকেই পেল্লাই লাইন৷ সবাই ব্যস্ত ছবি তুলতে৷

https://p.dw.com/p/12jZc
মাইকেল জ্যাকসনের মোমের মূর্তির সামনে দুই ভক্ত (ফাইল ফটো)ছবি: AP

তাতসুমাসা আরকাওয়া৷ বয়স তার বাইশ বছর৷ বেশ দূর থেকে সে এসেছে তার বাবার সঙ্গে৷ উদ্দেশ্য, প্রিয় হিরো হিরোইনদের সঙ্গে ছবি তোলার৷ প্রদর্শনী খোলার দু'ঘণ্টা আগে থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছে তাতসুমাসা৷ সবার আগে সে ঢুকতে চায়, দেখতে চায়, মূর্তির সঙ্গে ছবি তুলতে চায়৷

টোকিওয় তুসোর মোমমূর্তিদের এমনই সাংঘাতিক চাহিদা৷ বেছে বেছে যে কারণে পাঠানো হয়েছে, এমন সব মূর্তিদের, যারা জাপানে দারুণ জনপ্রিয়৷ যেমন মোমের মাইকেল জ্যাকসন, অ্যাঞ্জেলিনা জোলি, জনি ডেপ কিংবা লেডি গাগা৷ আর বডিস্যুট পরা লেডি গাগার মূর্তির সঙ্গে ছবি তোলার জন্য জাপানিদের সবচেয়ে বেশি উৎসাহ৷

তবে জাপানের বিখ্যাত মাঙ্গা কার্টুনের যে হিরো, সেই অ্যাস্ট্রো বয়-এর মূর্তিখানাও পাঠাতে ভোলে নি তুসো মিউজিয়াম৷ ফলে, সেটার সঙ্গেও তো ছবি তোলার লাইন পড়বেই!  মোট আঠারোটা মূর্তি গেছে টোকিওয়৷ আর ঘোষণা হয়েছে, এই অক্টোবরের মাঝামাঝি আরও একখানা মূর্তি পাঠাবে তুসো মিউজিয়াম৷ তখন ভিড় আরও বাড়বে যে, তাতে আর সন্দেহ কী?

টোকিও'র বে-সাইডে এই প্রদর্শনী খোলা থাকবে নতুন বছরের চৌঠা জানুয়ারি পর্যন্ত৷

এমনিতেই লন্ডনের মাদাম তুসোর মিউজিয়াম সেই ১৮৩৫ সালে চালু হওয়ার পর থেকেই প্রায় জগদ্বিখ্যাত৷ গোটা পৃথিবীর ৫৫০ মিলিয়ন দর্শক এ পর্যন্ত মাদাম তুসোর তৈরি সুবিখ্যাত ব্যক্তিত্বদের মোমমূর্তি দেখেছেন৷ কারণ, মাদাম তুসোর শিল্পসামগ্রী বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে৷ যেমন এখন হচ্ছে জাপানে৷

প্রতিবেদন: এএফপি/ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন