1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেবলের পথে আরেকটু এগোলো বায়ার্ন

১৬ এপ্রিল ২০১৩

চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুব কঠিন৷ তবে সেই আশা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ৷ জিতে নিয়েছে জার্মান বুন্ডেসলিগা৷ জার্মান কাপের সেমিফাইনালেও উঠেছে তারা৷ জার্মানির সফলতম ক্লাবটির ত্রিমুকুট জয়ের আশা তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না৷

https://p.dw.com/p/18GDh
ছবি: Getty Images

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে হেরে গিয়েছিল চেলসির কাছে৷ এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলে অন্য কথা, নইলে ক্লাব ফুটবলের সেরা আসরে সেরা হওয়ার সুযোগ তাদের থাকবে৷ চ্যাম্পিয়ন্স লিগের ভাবনায় এখন কয়েক দিনের বিরতি৷ বায়ার্ন আজ নামছে জার্মান কাপ সেমিফাইনালে৷ সেখানে তাদের প্রতিপক্ষ ভোল্ফসবুর্গ৷ এ বাধা পেরোতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়৷ গত তিন বছর ধরে জার্মানির সেরা ক্লাবের দৌড়ে বায়ার্নকে অবিরাম চোখ রাঙিয়ে যাওয়া বোরুসিয়া ডর্টমুন্ডকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে তারা৷ আগে জার্মান কাপে তিনবার পেয়েছে তারা ভোল্ফসবুর্গকে, তিনবারই বিজয়ী দলের নাম বায়ার্ন মিউনিখ৷ আজ মঙ্গলবারের ম্যাচেও বায়ার্নই যে ফেভারিট সে কথা তো না বললেও চলে৷ অঘটন না ঘটলে ত্রিমুকুট জয়ের স্বপ্নও তাই অটুটই থাকবে৷ গত বছরও যারা বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল, সেই বায়ার্ন মিউনিখ যে বুন্ডেসলিগার সঙ্গে আরো দুটি সাফল্য যোগ করার সামর্থ রাখে এ নিয়ে কি সন্দেহ আছে কারো?

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য