1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের মহাকাব্যে ভাঁড়ামিরও স্থান আছে

১৫ এপ্রিল ২০১৩

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ডর্টমুন্ড বনাম রেয়াল, বায়ার্ন বনাম বার্সেলোনা৷ এরই ফাঁকে ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ বায়ার্নকে নিয়ে যে বদ রসিকতা করে ফেলেছেন, তার জবাব দিলেন বায়ার্নের কর্মকর্তা কার্ল-হাইনৎস রুমেনিগে৷

https://p.dw.com/p/18Fro
ছবি: Bongarts/Getty Images

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ-এ ২৩শে এপ্রিল ডর্টমুন্ড বনাম রেয়াল মাদ্রিদের খেলা, ডর্টমুন্ডে৷ ২৪শে এপ্রিল বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনা, মিউনিখে৷ সব দলই প্রতিপক্ষ কেমন খেলছে, কা-কে নামাচ্ছে, কোন প্লেয়ার কেমন ফর্মে আছে, সামগ্রিক স্ট্র্যাটেজির সামান্যতম কোনো হেরফের হচ্ছে কিনা – এ সব জানতে ব্যগ্র৷

রেয়ালের কোচ জোসে মুরিনিও কোনোরকম রাখা-ঢাকা না করে, একেবারে প্লেন ধরে ফ্যুর্থ-এ গিয়েছিলেন এই সপ্তাহান্তে, গ্রয়থার ফ্যুর্থ-এর বিরুদ্ধে ডর্টমুন্ডের খেলা দেখতে৷ ফ্যুর্থ সবে চলতি মরশুমে ফার্স্ট ডিভিশনে উঠেছে; আপাতত পয়েন্টের তালিকার তলানি, বুন্ডেসলিগার গন্ধ শুঁকতে না শুঁকতে পুনর্মুষিক ভব, অর্থাৎ দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ার মুখে৷ ডর্টমুন্ড তাদের ৬-১ গোলে চেটেপুটে সাবাড় করে দিয়েছে৷

FC Chelsea Coach José Mourinho
ডর্টমুন্ডের খেলা দেখতে জার্মানিতে এসেছিলেন রেয়ালের কোচ মুরিনিওছবি: AP

‘টেলিফোন করলেই হতো'

খেলা দেখে মুরিনিও ডর্টমু্ন্ডের ফর্ম সম্বন্ধে কতটা বুঝলেন, কি সিদ্ধান্ত করলেন, তা তিনি নিজেই জানেন৷ স্টেডিয়ামে মুরিনিও-র উপস্থিতি সম্পর্কে ডর্টমু্ন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ-এর মন্তব্য: ‘‘আমরা যে বেশ ভালো দল, আমাকে টেলিফোন করলে সেটা আমিই ওকে বলে দিতে পারতাম৷'' ক্লপ নিজে বাড়িতে থেকে প্রতিপক্ষের খোঁজখবর করতেই পছন্দ করেন: ‘‘ও হলো জোসে৷ আমরা আবার নিজেদের মতো করে প্রস্তুতি নিই৷ আমরাও (রেয়ালের) অনেক খেলা দেখি, কিন্তু সেজন্য আজকাল মাঠে যাবার দরকার পড়ে না৷''

ক্লপ ডর্টমুন্ডের ‘স্কাউটিং' বিভাগকে বুন্ডেসলিগার সেরা স্কাউটিং বিভাগগুলির মধ্যে একটি, বলে চিহ্নিত করেন৷ ক্লপ তাদের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেন৷ ‘‘রেয়ালের বিরুদ্ধে খেলার আগে আমরা ওদের প্রত্যেক প্লেয়ারকে এমনভাবে খুঁটিয়ে বিচার করে দেখব যে, তারা নিজেরাই নিজেদের চিনতে পারবে না৷ তারপর আমরা শুধু ফুটবল খেলব৷''

চুলচেরা বিচার

ক্লপ আজকাল অন্য একটি কারণে জার্মানির ইয়েলো প্রেস জুড়ে বসে আছেন৷ সুপুরুষ চেহারা, বয়সও খুব বেশি নয়৷ ওদিকে কপালের ওপর দিকটায় চুল পড়ে যাচ্ছিল৷ তাই ক্লপ কে জানে কমাস আগে কাউকে কিছু বলে না ক'য়ে ইংল্যান্ডের ওয়েন রুনির কায়দায় হেয়ার ট্র্যান্সপ্ল্যান্ট, অর্থাৎ চুল প্রতিস্থাপন করিয়ে নিয়েছেন৷ এবং এতোদিনে সে কথা জানান দিয়েছেন৷ জার্মানিতে পুরুষদের মাত্র চার শতাংশের বেশি বয়স অবধি চুল থাকে৷ কাজেই ক্লপের এই ‘কামিং আউট' বেশ সাড়া তুলেছে৷

Karl-Heinz Rummenigge Vorstand FC Bayern
বায়ার্নের পরিচালকমণ্ডলীর প্রধান কার্ল-হাইনৎস রুমেনিগেছবি: picture-alliance/dpa

কিন্তু ক্লপের সেই কামিং আউট প্রেস কনফারেন্সের মূল আলোচ্য বিষয় ছিল চ্যাম্পিয়নস লিগ৷ সেই সূত্রেই ক্লপ খামোখা বলে বসেন: বার্সার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা যখন এ মরশুমের শেষে বায়ার্নের কোচ হয়ে আসছেন, তখন চ্যাম্পিয়নস লিগের সেমিতে বায়ার্ন বনাম বার্সার খেলার আগে বায়ার্নের স্পোর্টস ডাইরেক্টর মাথিয়াস সামার নিশ্চয় গুয়ার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছেন, কিছু হদিশ পাবার আশায়৷ এবং এই যোগাযোগ যে ঘটেছে, ক্লপ সেটা ‘নিজের নিতম্বকে' বাজি ফেলে বলতে পারেন!

কথাটা মিউনিখ অবধি পৌঁছনোর পর বায়ার্নের পরিচালকমণ্ডলীর প্রধান কার্ল-হাইনৎস রুমেনিগের মন্তব্য: ‘‘(ক্লপ) ঐ অঙ্গটি বাজি না ধরলেই পারতো৷ ওর নিজের মাথার চুল নিয়ে বাজি ধরলে তো কোনো অসুবিধেই হতো না, আবার খানিকটা চুল বসিয়ে নিলেই হতো৷ কিন্তু এবার তার নিতম্ব কোনো না কোনো সময় আমাদের মিউজিয়ামে এসে জমা থাকবে বলে আমার আশঙ্কা৷''

এসি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য