1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুলে রইলো ভারতে লোকপাল বিল

৩০ ডিসেম্বর ২০১১

তুমুল হৈ হট্টগোলের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় লোকপাল বিলের ওপর ভোটাভুটি ছাড়াই অধিবেশন আচমকা মুলতুবি হয়ে যায়৷ ফলে অনিশ্চিত হয়ে পড়লো বিতর্কিত লোকপাল বিলের ভবিষ্যৎ৷

https://p.dw.com/p/13bso
নতুন দিল্লীতে অবস্থিত ভারতের সংসদ ভবনছবি: AP

সংসদের শীতকালীন অধিবেশনের শেষদিনে উচ্চকক্ষ রাজ্যসভায় বহু আলোচিত লোকপাল বিল নিয়ে মধ্যরাত অবধি তুমুল তর্ক বিতর্কের মধ্যে ভোটাভুটি ছাড়াই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ হামিদ আন্সারি৷ সাংসদদের ক্রমাগত চিৎকার চেঁচামেচিতে সভার কাজ চালানো সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত, বলেন সভার অধ্যক্ষ৷

বিলের ইস্যু নিয়ে সরকার ও বিপক্ষ দল একে অপরকে কাঠগোড়ায় দাঁড় করাতে চায়৷ রাজ্যসভায় বিজেপি নেতা অরুণ জেটলির অভিযোগ, উচ্চকক্ষে যেহেতু সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই তাই জেনেশুনে বিতর্ক শেষ হবার আগেই অধিবেশন মুলুতুবি করাটা সরকারের একটা কৌশলমাত্র৷

বিজেপি সভাপতি নীতিন গডকড়ির মন্তব্য, সংসদীয় ইতিহাসে এটা এক দুর্ভাগ্যজনক দিন৷ সংসদের উভয়সভায় সরকার কার্যত পরাজিত৷ তাই এর নৈতিক দায় স্বীকার করে মনমোহন সিং সরকারের উচিত ইস্তফা দেয়া৷

Indien Korruption Anna Hazare
দুর্নীতির বিরুদ্ধে ভারতের জনগণের বিক্ষোভ বাড়ছেছবি: AP

সরকারের তরফে সংসদীয়মন্ত্রী পবন বনশল সংবাদ সম্মেলনে বলেন, গতকালের ডামাডোলোর জন্য আসলে দায়ী বিজেপি৷ সরকার বিল পাশ করানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ কিন্তু বিভিন্ন দলের কাছ থেকে ১৮৭টি সংশোধনী প্রস্তাব আনা হয়৷ সেগুলি বিবেচনার জন্য যথেষ্ট সময় দরকার৷ তাই আগামী মার্চে সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত লোকপাল বিল ফের আনা হবে রাজ্যসভায়৷

একের পর এক দুর্নীতির অভিযোগের মধ্যে শক্তিশালী লোকপাল বিলের দাবিতে দেশজুড়ে যেভাবে আন্দোলন নতুন করে শুরু হয় তাতে আমজনতার কাছে মনে হয়েছে এটা অ্যান্টি-ক্লাইম্যাক্স বৈ নয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য