1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জারদারি’র আজমির সফর

৬ এপ্রিল ২০১২

রবিবার ব্যক্তিগত সফরে নতুন দিল্লি আসছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে৷ কথা হবে দ্বিপাক্ষিক কিছু ইস্যু নিয়ে৷ মধ্যাহ্ণভোজের পর তীর্থ দর্শনে যাবেন আজমির শরিফে৷

https://p.dw.com/p/14Yxq
ছবি: picture alliance / Dinodia Photo Library

সফর ব্যক্তিগত হলেও ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব যখন মিলিত হন, তখন তার রাজনৈতিক গুরুত্ব অস্বীকার করা যায়না৷ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একদিনের সংক্ষিপ্ত সফর হলেও তার দিকে তাকিয়ে আছে দেশের রাজনৈতিক মহল৷

রবিবার সকালে পাক-প্রেসিডেন্ট জারদারি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংএর বাসভবনে সাক্ষাৎ করবেন৷ আলোচনা হবে দ্বিপাক্ষিক কিছু ইস্যু নিয়ে৷ তাতে উঠতে পারে মুম্বই সন্ত্রাসী হামলার প্রসঙ্গ৷ মূল চক্রী বলে কথিত হাফিজ সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গ৷ পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার কথায়, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পেছনে হাফিজের যে হাত আছে, তার অনেক তথ্যপ্রমাণ ভারত দিয়েছে পাকিস্তানকে৷ যতই অস্বীকার করা হোক হাফিজ এই অভিযোগ থেকে রেহাই পেতে পারেনা৷ এর উপযুক্ত বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার৷ পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে৷ ভারত-পাকিস্তানের মানসিকতায় আসছে পরিবর্তন৷

Der pakistanische Präsident Asif Ali Zardari
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিছবি: Kirsty Wigglesworth/AP/dapd

সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দল৷ ভারতের হাতে হাফিজকে তুলে দেবার দাবি জানিয়েছে বিজেপি৷ দুদেশের সুসম্পর্কের বড় কাঁটা সন্ত্রাস৷ সেটা তুলে ফেলতে না পারলে সব চেষ্টাই ব্যর্থ৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর পাকিস্তান সফর আটকে আছে সেই ইস্যুতেই৷

জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলির আশা, মনমোহন সিং-জারদারি আলোচনায় আস্থাবর্ধক পদক্ষেপ নেবার বিষয়ে মত বিনিময় হবে৷ কাশ্মীরের দুদিকের অধিবাসিদের সহজ যাতায়াতের জন্য পাসপোর্ট-ভিসা উদার করা হবে৷

জারদারির আজমিঢ় সফর প্রতীকী অর্থে দুদেশের সম্প্রীতির সফর৷ সুফি সন্ত হজরত মইনুদ্দিন চিস্তির দরগা ৮০০ বছর ধরে সাম্য, সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভ্রাতৃত্বের পীঠস্থান হয়ে আছে৷ খাজা মইনুদ্দিন ১১৪২ সালে ইরানে জন্মগ্রহণ করেন৷ সেখান থেকে সুফিবাদ প্রচারে আসেন রাজস্থানের জয়পুর থেকে ১৪৫ কিলোমিটার দূরে আজমেঢ়ে৷ ইতিহাস বলছে, মোঘল সম্রাট আকবর বাদশা আগ্রা থেকে খালি পায়ে আজমিঢ় গেছেন মনোকামনা পূরণে৷ এখানে এলে সকলের মনোকামনা পূরণ হয় – এমনটাই বিশ্বাস৷

জারদারি হবেন পাকিস্তানের চতুর্থ সরকার বা রাষ্ট্রপ্রধান যিনি আজমিঢ়শরিফ যাবেন৷ এর আগে এসেছিলেন জিয়াউল-হক, পারভেজ মুশারফ ও বেনাজির ভুট্টো৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য