1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাক-ভারত সম্পর্ক

২ এপ্রিল ২০১২

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন দীর্ঘদিনের৷ তবে এখন বৈরিভাব দূর করার দিকে এগোচ্ছেন দুই দেশের নেতারা৷ এবার ভারত সফরে যাওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷

https://p.dw.com/p/14WTt
Der pakistanische Präsident, Asif Ali Zardari Pakistan's President Asif Ali Zardari is seen during an AP interview in London, Friday, Aug. 6, 2010. Pakistan's president says he's willing to consider reopening negotiations with the Pakistani Taliban _ insisting his nation is doing more than ever to combat terrorism. (ddp images/AP Photo/Kirsty Wigglesworth)
পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিছবি: Kirsty Wigglesworth/AP/dapd

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান৷ রয়েছে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কিংবা জঙ্গি সংগঠনের ইন্ধনের অভিযোগ৷ আবার কাশ্মীর সমস্যা নিয়ে টানাপোড়েন৷ এছাড়া নতুন নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তির মহড়া প্রদর্শন৷ আবার আফগানিস্তানের সাথে বন্ধুত্ব স্থাপন ও নিজেদের প্রভাব বজায় রাখা নিয়ে রয়েছে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা৷ তবে এসব কিছুর পরও সম্প্রতি দেখা গেছে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা মূলক সম্পর্ক বৃদ্ধির কিছু ইতিবাচক ইঙ্গিত৷

গত বছরের শেষ দিক থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুটা বরফ গলতে শুরু করে৷ ইতিমধ্যে মুম্বই হামলার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা দেখা গেছে দেশ দু'টির মধ্যে৷ ভারতের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালের খেলা দেখেছেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী যথাক্রমে ড. সিং এবং ইউসুফ রাজা গিলানি পাশাপাশি বসে৷ এছাড়া গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান ঘোষণা দিয়েছে যে, চলতি বছরের শেষ নাগাদ ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করবে ইসলামাবাদ৷

যাহোক পাকিস্তান ও ভারতের মধ্য সম্পর্ক উন্নয়নে উৎসাহ জুগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ কারণ ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করা হলে আফগানিস্তানের নিরাপত্তা এবং পুনর্গঠনের জন্যও দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের উদ্যোগ প্রয়োজন৷ তাই আগামী ৮ই এপ্রিল পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভারত সফরে যাওয়ার কথা ঘোষণা করলে এ সফরকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা৷

প্রেসিডেন্ট জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানিয়েছেন, ভারতের আজমির শরিফে সুফি দরবেশ হযরত খাজা গরিব নওয়াজের কবরস্থান পরিদর্শন করবেন প্রেসিডেন্ট জারদারি৷ এছাড়া ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর মধ্যাহ্নভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত এক বিবৃতিতে বলেছেন, ‘‘এ সফর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই/এএফপি, ডিপিএ, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য