ছবিঘরগুলো আমার ভীষণ প্রিয় | পাঠক ভাবনা | DW | 20.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ছবিঘরগুলো আমার ভীষণ প্রিয়

ডয়চে ভেলের সবার জন্য শুভেচ্ছা রইলো৷ আমি নিয়মিত আপনাদের ওয়েবসাইট ও টিভি অনুষ্ঠান দেখে থাকি৷ আপনাদের ছবিঘরগুলো আমার ভীষণ প্রিয় – ঠিক এভাবেই তাঁর ই-মেল শুরু করেছেন বন্ধু আবু সাঈদ৷

পরের লাইনে লিখেছেন, মজার মজার বিষয় নিয়ে ছবিঘরে দারুণ দারুণ ছবিগুলো খুবই আকর্ষণীয়৷ ‘চুইংগামের গুণাগুণ', ‘জার্মানিতে ইউনুসের ক্ষুদ্র ঋণ', ‘বিভিন্ন দেশের সকালের নাস্তা' ইত্যাদি ছবিঘরের আয়োজন আমার খুব ভাল লেগেছে৷ আজ সকালে পড়লাম প্রথম চুম্বন করা ভিডিওটি দেখেছে ৬ কোটি মানুষ৷ মজার ব্যাপার হলো, তারা দুজনেই অপরিচিত ছিল৷

কনডোম ফুটো করায় প্রেমিকের জেল প্রতিবেদনটিও পড়লাম, ভাল লাগলো৷

তবে বাংলাদেশের মতো সংস্কৃতিতে এমন খবর পরিবেশন স্পর্শকাতর৷ বিজ্ঞান ও পরিবেশ পর্বে জানলাম হাইতিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক ট্যাবলেট৷ হাইতির মতো দেশের জন্য এমন খবর নিশ্চয় আনন্দের৷ স্বাস্থ্য পাতাই পড়লাম ‘চকলেট মানুষকে বুদ্ধিমান করে তোলে' শিরোনামের প্রতিবেদন থেকে জানতে পারলাম চকলেটের গুণাগুণ সম্পর্কে৷

টিভিতে নিয়মিত অন্বেষণ দেখছি ও অন্বেষণ কুইজে অংশ নিচ্ছি৷ তবে এখনো ভাগ্যের সিকে ছেড়েনি৷ একটি বারও পুরস্কার পেলাম না৷ আজ আর নয়, সবাই ভাল থাকবেন৷ ইতি আবু সাঈদ, রায়াপুর,অর্জন পাড়া, বাগমারা, রাজশাহী৷

অনেক ধন্যবাদ ভাই আবু সাঈদ, আপনার মতামত জানানোর জন্য৷ আগামীতেও এভাবেই সাথে থাকবেন, প্রত্যাশা করছি৷ অন্য বন্ধুদের কাছেও আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন