1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে চলছে ‘ইফা’

৪ সেপ্টেম্বর ২০১২

বছর ঘুরে বার্লিনে আবার শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় কনজিউমার ইলেকট্রনিক শো ‘ইফা’৷ চলবে বুধবার পর্যন্ত৷

https://p.dw.com/p/1632v
ছবি: DW

জার্মানির বার্লিনে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সবশেষ পণ্য নিয়ে হাজির হয়েছে৷ বিভিন্নভাবে তারা ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন৷ এবারের মেলায় প্রায় ১,৪০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে৷ গতবার প্রায় দুই লক্ষ ৩৮ হাজার দর্শক মেলায় গিয়েছিলেন৷ এবার সেই সংখ্যাটা বাড়বে বলে আশা করা হচ্ছে৷

মাত্র ক'দিন আগেই অ্যাপল আর স্যামসাং এর মধ্যে পেটেন্ট বিষয়ক একটা মামলার রায় হয়েছে৷ তাতে হেরে গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে এক বিলিয়ন ডলারেরও বেশি দিতে হয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলকে৷

প্রযুক্তি জগতে এই রায়টা বেশ সাড়া জাগিয়েছে৷ কেননা এর ফলে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ৷ যেমন মেধাস্বত্ত্ব আইন বিশেষজ্ঞ ফ্লোরিয়ান ম্যুলার বলছেন, ‘‘পেটেন্ট মামলায় এই ধরণের রায় নিয়ে কোম্পানিগুলো নিশ্চয় নিজেদের মধ্যে অনেক আলোচনা করবে৷ হয়তো প্রকাশ্যে আমরা সেটা বুঝতে পারবো না৷''

স্যামসাং আর অ্যাপলের মধ্যে এই যে সমস্যা সে কারণে গত বছরও স্যামসাং ইফা প্রদর্শনী থেকে তাদের একটি পণ্য সরিয়ে নিতে বাধ্য হয়েছিল৷

ifa 2012 BG Impressionen (Bild 7) Hisense Google TV
অনেকে মনে করছেন বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে ইলেকট্রনিক পণ্যের বিক্রি হয়তো কমে যাবেছবি: DW

তবে এসব সমস্যা সত্ত্বেও ইফাতে আলোচনায় ঘুরে ফিরে আসছে স্যামসাং এর নাম৷ কেননা তারা নোকিয়াকে টেক্কা দিয়ে ‘উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম'এ চলবে এমন মোবাইল ফোন নিয়ে এসেছে এবার৷ আসন্ন এই অপারেটিং সিস্টেমে স্যামাসাং এর ফোনটিই হবে প্রথম৷

উল্লেখ্য, স্মার্টফোন ব্যবসায় অ্যাপলের সঙ্গে পাল্লা দিতে ফিনল্যান্ডের মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া মাইক্রোসফটের সঙ্গে হাত মিলিয়েছে৷ এর ফলে নোকিয়া ‘উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম' ব্যবহার করে স্মার্টফোন তৈরি করার কথা৷ তবে তার আগেই স্যামসাং এই স্মার্টফোন নিয়ে এসেছে৷

উইন্ডোজ ফোন ৮ হচ্ছে ‘ফোন ৭' এর পরবর্তী সংস্করণ৷ তবে ফোন ৭ সংস্করণটি তেমন একটা জনপ্রিয়তা পায়নি৷ এদিকে, উইন্ডোজ ফোন ৮ সিস্টেমকে ‘উইন্ডোজ ৮ কম্পিউটার সফটওয়্যার'এর ‘ছোট ভাই' বলা হচ্ছে৷ এই সিস্টেমটা অক্টোবরের ২৭ তারিখে রিলিজ করা হবে৷

এবারের ইফা'তে বেশ কয়েকটি কোম্পানি হাইব্রিড ট্যাবলেট নিয়ে এসেছে৷ হাইব্রিড মানে হলো একটি ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে একটি আলট্রা-পাতলা নোটবুকের মিশ্রণ৷

জাপানের তোশিবা কোম্পানি প্রথম এ ধরণের হাইব্রিড ট্যাবলেটের ঘোষণা দিয়েছে৷ যার নাম ‘স্যাটেলাইট ইউ৯২০টি'৷ এতে ট্যাবলেটের মতো সাড়ে ১২ ইঞ্চি টাচস্ক্রিন থাকবে৷ আর এতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে৷

তোশিবা ছাড়াও সনি, স্যামসাং আর আসুসও হাইব্রিড ট্যাবলেট নিয়ে এসেছে৷ স্যামসাং এর হাইব্রিডের নাম ‘এটিভ স্মার্ট পিসি'৷

সনির হাইব্রিডের নাম ‘ভাইও ডু ১১'৷ ইউরোপের বাজারে এর দাম পড়বে ১২০০ ইউরো৷

Der deutsche deutsche Premiumhersteller Loewe setzt bei seinen Fernsehgeräten nicht nur auf die neueste Technik, sondern auch auf ein individuelles Design. Ob Farbe, Materialien oder Oberflächen, ob Bildschirmgrößen, Soundoptionen, Aufstellvarianten, Multimedia und Vernetzung - Loewe eröffnet individuelle Gestaltungsfreiheit. (Foto: Olof Pock/DW)
জার্মানির বার্লিনে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সবশেষ পণ্য নিয়ে হাজির হয়েছেছবি: DW

অ্যাপলের আইপ্যাডের সঙ্গে পাল্লা দেবে এই হাইব্রিড ট্যাবলেট৷ গুগলের ‘নেক্সাস-৭' ট্যাবলেট ইতিমধ্যে বাজারে চলে এসেছে৷ আর মাইক্রোসফটের আলোচিত ‘সারফেস' ট্যাবলেট কবে আসবে সেটা এখনও জানা যায়নি৷

অ্যাপল সাধারণত কোনো আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় না৷ তাই ইফাতে তাদের কোনো প্যাভিলিয়ন নেই৷ এছাড়া এবার নেই গুগল আর মাইক্রোসফটও৷

এবারের ইফা'তে আরেক আকর্ষণ হচ্ছে টেলিভিশন৷ টিভি দিন দিন স্মার্ট হচ্ছে৷ বিশেষ চশমা না পরেও থ্রিডি টিভি দেখা যাবে এমন টেলিভিশনও এবার দেখা যাচ্ছে ইফা'য়৷

অনেকে মনে করছেন বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে ইলেকট্রনিক পণ্যের বিক্রি হয়তো কমে যাবে৷ কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা৷ যেমন ইফা'র আয়োজক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট রাইনার হেকের বলছেন, গত বছরের চেয়ে ইলেকট্রনিক পণ্যের বিক্রি এবার বেড়েছে প্রায় দুই শতাংশ৷

জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য