1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে কনজিউমার ইলেকট্রনিক্স এর প্রদর্শনী শুরু

৪ সেপ্টেম্বর ২০০৯

পোষাকি নাম ইন্টারনাৎসিওনালে ফুঙ্ক আউসস্টেলুং বা ইফা (আইএফএ)৷ এককালের আন্তর্জাতিক বেতার প্রদর্শনী আজকের কনজিউমার ইলেকট্রনিক পণ্যের এক বিশাল মেলায় রূপান্তরিত৷

https://p.dw.com/p/JSVX
ছবি: Messe Berlin

এবারের এই ইফা মেলায় জায়গা করে নিয়েছে ইলেকট্রনিক জগতের নবতম পণ্যসম্ভার৷ আছে অন্তত ১,১৬৪ ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য৷ নতুন নতুন ভিডিও আর অডিও প্রোডাক্ট৷ আছে আইপড, ক্যমেরা, আই ফোন এবং অবশ্যই টেলিভিশন প্রযুক্তির একেবারে নতুন সব উপহার৷ নানা আকারের ফ্লাটস্ক্রিন টেলিভিশন দর্শকদের চোখ কাড়ে৷

বৈশ্বিক মন্দায় এই কনজিউমার ইলেকট্রনিক্স প্রদর্শনীতে এবার গত বছরের তুলনায় প্রদর্শকের সংখ্যা কম৷ ২০০৮ সালে, প্রদর্শকের সংখ্যা ছিল প্রায় তেরশ৷ এবার একহাজার একশ চৌষট্টি৷

মেলা প্রাঙ্গনে প্রদর্শনীর জায়গাও কমানো হয়েছে৷ যে সব বড়ো বড়ো ইলেকট্রনিক্স কোম্পানি বিশাল প্যাভেলিয়ন এবং জাকজমক সাজসজ্জায় দর্শকের নজর কাড়তো এবার আকারে তারা ছোট এবং জৌলুসেও ঘাটতি ৷ যেমন সনি, সামসুং, ফিলিপস , এল জি , সিমেন্স , গ্রুন্ডিগ প্রভৃতি স্টলগুলো৷ তবে দর্শককে আকৃষ্ট করতে নানা অনু্ষ্ঠানমালার আয়োজন করেছে৷ জনপ্রিয় টিভি তারকারা অংশ নিচ্ছেন৷ গানে বাজনায় ইফার প্রতিটি স্টল মুখরিত ৷

মেলায় ভারত, পাকিস্তানও উপস্থিত৷ ভারতের এনডিটিভি এবং পাকিস্তানের আজ টিভি ইফা নিয়ে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করছে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইফা-র আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন৷

ইফার মেলায় এবার সবচেয়ে প্রাধান্য পেয়েছে মুঠোফোনের বৈপ্লবিক কারিগরি, হাইডেফিনেশন টিভি, পকেট ল্যাপটপ আর ক্যামেরা৷

প্রতিবেদক: দাউদ হায়দার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক