1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি তদন্ত

১০ অক্টোবর ২০১২

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সাগরের মা সালেহা মুনির৷ আর রুনির ভাই নওশের রোমান একে অস্বচ্ছ বলে মন্তব্য করেছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডে ৫ জন ডাকাতসহ ৮ জন জড়িত৷

https://p.dw.com/p/16N1K
ছবি: DW

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করে জানান, ডা. নিতাই হত্যার সঙ্গে জড়িত ডাকাত এবং তার গাড়ি চালক সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত৷ তারা যথাক্রমে কামরুল হাসান অরুন, রফিক, বকুল, মিন্টু এবং সাঈদ৷ আর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির ফ্ল্যাটের দু'জন দারোয়ান রুদ্র পলাশ, হুমায়ুন ওরফে এনামুলক এবং সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভির এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ এদের মধ্যে হুমায়ুন ওরফে এনামুলকে ছাড়া বাকি সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করা হয়৷ এছাড়া, পলাতক দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেন তিনি৷

কিন্তু সাগরের মা সালেহা মুনির এই তদন্তকে প্রত্যাখ্যান করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, চোর ডাকাত ধরার এই তদন্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷

আর রুনির ভাই নওশের রোমান ডয়চে ভেলেকে জানান যে, এই তদন্ত অস্বচ্ছ৷ তানভির নামে সাগর-রুনির কোনো পারিবারিক বন্ধুকে তাঁরা চেনেন না৷ তাই তিনি এই হত্যাকাণ্ডের স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তদন্ত দাবি করেছেন৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাঁদের নিজ বাসায় খুন হন৷ নানা নাটকের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ১০ অক্টোবরের মধ্যে হত্যাকারীদের নাম প্রকাশের কথা বলেছিলেন৷ অবশেষে তিনি একদিন আগে ৯ই অক্টোবরের মধ্যেই তা প্রকাশ করলেন৷ তবে সংবাদ সম্মেলনে উপস্থিত তদন্তকারী ব়্যাব কর্মকর্তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য