1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা রহস্য

২৫ সেপ্টেম্বর ২০১২

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জানান, ১০ই অক্টোবরের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতির নতুন খবর জানানো হবে৷ তবে সাংবাদিক নেতারা বলেন যে, তাঁরা তাঁদের আন্দোলন অব্যাহত রাখবেন৷ দেবেন নতুর কর্মসূচি৷

https://p.dw.com/p/16Doi
ছবি: DW

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগির৷ তিনি সকালে সচিবালয়ে সাংবাদিকদের জানান, এটি একটি জটিল হত্যা মামলা৷ এর নানা দিক রয়েছে৷ তবে সব দিকই তদন্তের আওতায় আসছে৷

তিনি জানান, এই মামলার তদন্তে অগ্রগতি হয়েছে৷ আগামি ১০ই অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি হত্যা রহস্য উন্মোচিত হবে বলে তাঁর আশা৷

Protest gegen Journalistenmord in Dhaka, Bangladesh
বিচারের দাবিতে সাংবাদিকরা বিভিন্ন সময় কর্মসূচি পালন করেনছবি: DW/Harun Ur Rashid Swapan

এরপর বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলেন বলে ডয়চে ভেলেকে জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান৷

খান আরো জানান, বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে নতুন কর্মসূচি দেয়া হবে৷

এদিকে মঙ্গলবার সকালে ব়্যাব সদর দফতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সাগর-রুনি হত্যা মামলায় প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে ব়্যাব৷ গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি ঢাকায় তাঁদের নিজ বাসায় খুন হন৷ তখনকার স্বরাষ্ট্রমমন্ত্রী সাহারা খাতুন তখন ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের কথা বলেছিলেন৷ তিন্তু ছয় মাসেও কেউ গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য