1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতালোনিয়ার ভোটে গুরুত্ব পাচ্ছে স্বাধীনতার প্রশ্ন

২৫ নভেম্বর ২০১২

স্পেনের কাতালোনিয়াতে বহুল আলোচিত নির্বাচনের দিন বার্সেলোনার ঘরে ঘরে স্বাধীনতাপন্থী পতাকা উড়েছে৷ তবে কাতালোনিয়ার মুখ্যমন্ত্রী আর্তুর মাসের জন্য এতটা সহজ হবে না স্বাধীনতার পথে যাওয়া৷

https://p.dw.com/p/16paP
A man holds a catalan independentist flag 'la senyera' during a potest of the No Vull Pagar (I don't want to pay) movement during a demostration in Mollet's toll on July 29, 2012 in Mollet del Valles near Barcelona. Followers of the pressure group No Vull Pagar (I don't want to pay) who refuse to pay highway tolls, demonstrated against the toll company Abertis, owned by La Caixa. AFP PHOTO/JOSEP LAGO (Photo credit should read JOSEP LAGO/AFP/GettyImages)
ছবি: AFP/Getty Images

স্পেনের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কাতালোনিয়া যেখানে ৭৬ লাখ মানুষের বাস৷ স্পেনের মধ্যে হলেও তাদের ভাষা কাতালান৷ স্পানিশ ভাষার পাশাপাশি এই ভাষাতেও সব কাজ চলে এখানে৷ স্পেনের মোট সম্পদের এক পঞ্চমাংশ আসে কেবল এই কাতালোনিয়া থেকে৷ এই রাজ্যে অবস্থিত বার্সেলোনা শহর, যেটি তাদের বিখ্যাত ফুটবল ক্লাবের জন্য বেশি পরিচিত৷ স্পেনের অন্যান্য রাজ্যের চেয়ে ধনী কাতালোনিয়ার মানুষ অনেক দিন ধরে স্বাধীনতার স্বপ্ন দেখছে৷ রোববারের নির্বাচন সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য বড় একটি পদক্ষেপ হতে পারে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী আর্তুর মাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে বিজয়ী হলে আগামী কয়েক বছরের মধ্যে তিনি গণভোট দেবেন৷ তাতে কাতালোনিয়ার মানুষ নিজেরাই ঠিক করবে তারা মাদ্রিদের অধীনে থাকবে নাকি নিজেদের মতো করে আলাদা একটি রাষ্ট্র গঠন করবে৷ নির্বাচন পূর্ব জরিপে দেখা গেছে আর্তুর মাসের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ তবে ১৩৫ আসনের রাজ্য সংসদে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাঁকে স্বাধীনতাপন্থী আরও কয়েকটি ছোট দলের সঙ্গে জোট করতে হবে৷

President of the Catalan regional government Artur Mas gestures during a extraordinary parliamentary session on the fiscal pact at the Parliament of Catalonia in Barcelona, Spain, Wednesday, July 25, 2012. The powerful northeastern region of Catalonia admitted Tuesday it was studying a possible for request for help but said no decision had been made and stressed that the credit line did not constitute a rescue or bailout of the region. Since Friday, two regions, Valencia and Murcia, have said they will tap an a 18 billion euro emergency credit line the central government recently set up for cash-strapped regions.. (Foto:Manu Fernandez/AP/dapd)
কাতালোনিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আর্তুর মাসছবি: AP

তবে আর্তুর মাস নির্বাচনে জিতলেই যে কাতালোনিয়ার স্বাধীনতা এসে যাবে, তা নয়৷ কারণ ইতিমধ্যে কেন্দ্র থেকে বাধা এসেছে এই ব্যাপারে৷ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বলেছেন, কাতালোনিয়ার প্রশাসন স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন উদ্যোগ নিলে সাংবিধানিকভাবে সেটি মোকাবিলা করা হবে৷ এর বাইরে অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয়াদিও রয়েছে৷ যেমন স্পেনের আর বাকি জায়গার মতো কাতালোনিয়া রাজ্যও আর্থিক মন্দার মধ্যে পড়েছে৷ সেখানে বর্তমানে বেকারত্বের হার শতকরা সাড়ে ২২ ভাগ, যদিও তা স্পেনের সার্বিক বেকারত্বের শতকরা ২৫ ভাগের চেয়ে কম৷ কাতালোনিয়ার বাজেট ঘাটতি মেটানোর জন্য মাদ্রিদের সহায়তা দরকার৷ এর বাইরে রয়েছে ইউরো থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা৷ কারণ ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, স্পেন থেকে আলাদা হয়ে গেলে স্বাধীন কাতালোনিয়া আপাতত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকবে৷ তাই লাভ-ক্ষতির হিসেব কষতেই হচ্ছে কাতালোনিয়ার মানুষকে৷

আরআই/এএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য