1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি মাসে ঢাকায় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

২ নভেম্বর ২০১১

চলতি মাসেই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর আন্তর্জাতিক সম্মেলন৷ এতে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷

https://p.dw.com/p/132zE
বান কি-মুনছবি: picture alliance ZUMA Press

এই সম্মেলনে ঠিক করা হবে ডারবান সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কৌশলগত অবস্থান৷

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো ২০০৯ সালে গড়ে তোলে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'৷ এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মালদ্বীপে আর এবার, তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে৷ আগামী ১৩ ও ১৪ই নভেম্বর রাজধানী ঢাকায় দু'দিনের এই সম্মেলনে অংশ নেবে প্রায় ৬০টি দেশ৷ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন'ও৷ আর সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, এই সম্মেলন ডারবান জলবায়ু সম্মেলনকে সামনে রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ শুধু তাই নয়, এই সম্মেলনেই ক্ষতিগ্রস্ত দেশগুলো ডারবান সম্মেলনে তাদের অবস্থান কি হবে - তা ঠিক করবে৷ তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিল গঠন করা খুবই জরুরি৷ আর এই তহবিলের জন্য ক্ষতিগ্রস্ত সবাইকে একজোট হতে হবে৷

পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন উন্নয়ন সহযোগীরা ইতিমধ্যেই ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি জলবায়ু তহবিল চুক্তি করেছে৷ প্রতিশ্রুতি পাওয়া গেছে আরো ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও৷

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'-এর এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ আমরা ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে উন্নত দেশগুলির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারি - তা এখানেই নির্ধারণ করা হবে৷

পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুধু ক্ষতিপূরণ নয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো সহজ শর্তে এবং সহজে ব্যবহারযোগ্য কারিগরি সহায়তা পায়, উন্নত দেশগুলোর কাছ থেকে তার দাবিও তোলা হবে ঢাকার সম্মেলনে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য