1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেভি জোনস

৮ মার্চ ২০১২

ষাটের দশকে রক-পপ সংগীত জগতে বিপুল সাড়া জাগিয়েছিল সংগীত গোষ্ঠি ‘দ্য মাঙ্কিস’৷ এই গোষ্ঠির প্রধান গায়ক ও গিটারবাদক ডেভি জোনস চির বিদায় নিলেন গত ২৯শে ফেব্রুয়ারি৷

https://p.dw.com/p/14Gyq
ছবি: Reuters

বিখ্যাত মার্কিন সংগীত গোষ্ঠী ‘দ্য মাঙ্কিস'-এর প্রধান গায়ক হিসেবে ডেভি জোনস সুপরিচিত৷ এই গোষ্ঠির পরিবেশনায় খ্যাতিমান সংগীত শিল্পী নিল ডায়মন্ড রচিত ‘আই অ্যাম এ বিলিভার' গানটি তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ এমনকি আজও চির সবুজ হয়ে আছে তাঁর ঐ গান৷

১৯৬৫ সালে একটি টিভি সিরিজের জন্য গঠন করা হয় চার সদস্যের সংগীত গোষ্ঠি ‘দ্য মাঙ্কিস'৷ একই শিরোনামের এই সিরিজের মধ্য দিয়ে একের পর এক সাফল্য পায় সংগীত গোষ্ঠিটি৷ আর অতি অল্প সময়েই রক-পপ সংগীতাঙ্গনে ডেভি জোনস হয়ে ওঠেন এক পরিচিত নাম৷

Schwarze E-Gitarre
ছবি: Kristian Peetz

ডেভি জোনস'এর জন্ম ১৯৪৫ সালের ৩০শে ডিসেম্বর ইংল্যান্ডের ম্যান্চেস্টার শহরে৷ ১১ বছর বয়স থেকে ব্রিটিশ টেলিভিশনে বিভিন্ন সিরিজ ও মিউজিকল-এ সাফল্য পান তিনি৷ চার্লস ডিকেন্সনের বিখ্যাত উপন্যাস ‘অলিভার টুইস্ট'-এর উপর ভিত্তি করে মিউজিকল ‘অলিভার'-এ আর্টফুল ডজার-এর ভুমিকায় অভিনয় করে ‘টনি' পুরস্কারের জন্য মনোনিত হোন জোনস৷ ১৯৬৪ সালে মার্কিন টেলিভিশন সংস্থা ‘স্ক্রিন জেমস'-এর সাথে চুক্তিবদ্ধ হন তিনি৷ এর পরের বছর ‘দ্য মাঙ্কিস' সংগীত গোষ্ঠির সদস্য হিসেবে শুরু হয় আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তাঁর অগ্রযাত্রা৷

১৯৭০ সালে ‘দ্য মাঙ্কিস'-এ ভাঙন ধরে৷ ডেভি শুরু করেন তাঁর একক শিল্পীর কেরিয়ার৷ বিভিন্ন চলচ্চিত্রে ও টিভি সিরিজে নেপথ্য কণ্ঠ দেন তিনি৷ ২০০৯ সালে বেরোয় তাঁর অ্যালবাম ‘শি'৷ তবে এরপর প্রায়ই ‘দ্য মাঙ্কিস'-এর পুণর্মিলন হয়েছে ৷ কনসার্টে পরিবেশন করেছেন বিভিন্ন সাড়া জাগানো গান৷ হলিউডের বিখ্যাত ‘ওয়াক অব ফেইম'-এ স্থান পেয়েছে জোনস'এর তারকা৷

গত ২৯শে ফেব্রুয়ারি ফ্লোরিডায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডেভি জোনস৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য