1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক সংগীতের মহাকাব্যে এক বিপ্লবী নায়ক জিমি হেন্ড্রিক্স

২২ সেপ্টেম্বর ২০১১

রক সংগীতের ইতিহাসে এক কিংবদন্তি তারকা জিমি হেন্ড্রিক্স৷ খুব অল্প সময়ে রক সংগীত জগতে এক নতুন অধ্যায়ের সুচনা করেছিলেন তিনি৷ মাত্র সাতাশ বছর বয়েসে মৃত্যু বরণ করেন রক সঙ্গীতের এই প্রতীকপুরুষ বলে বিবেচিত জিমি হেন্ড্রিক্স৷

https://p.dw.com/p/12eO7
জিমি হেন্ড্রিক্সছবি: picture-alliance/ dpa

জিমি হেন্ড্রিক্স ছিলেন একই সঙ্গে গীতিকার, সুরকার, গায়ক ও গিটার বাদক৷ মাত্র চার বছরের সংগীত জীবনে, তাঁর ভিন্ন আঙ্গিক এবং তাঁর গিটার পরিবেশনার অসাধারন শৈলী শুধু রকই নয়, অন্যান্য সংগীত অঙ্গনেও আদর্শ হয়ে আছে৷

জিমি হেন্ড্রিক্সের জন্ম ১৯৪২ সালের ২৭ নভেম্বর, অ্যামেরিকার ওয়াশিংটন, সিয়াটেলে৷ ছোটবেলা থেকেই ‘রক অ্যান্ড রোল' সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ বাবার কাছ থকে  ১৩ বছর বয়সে পান তাঁর প্রথম বাদ্যযন্ত্র একটি হার্মোনিকা বা মাউথ অর্গান৷ ১৫ বছর বয়সে বাবা তাঁকে উপহার দেন একটি অ্যাকুস্টিক গিটার৷ অতি অল্প সময়েই গিটার বাজানোয় পারদর্শী হয়ে ওঠেন জিমি এবং গড়ে তোলেন তাঁর প্রথম ব্যান্ড৷ এর কিছুকাল পরই তাঁর হাতে আসে ইলেকট্রি গিটার৷ হাই স্কুল শেষ করার পর তাঁকে সেনাবাহিনীতে যোগ দিতে হয় কিছুদিনের জন্য৷ ১৯৬৪ সালে জিমি চলে আসেন নিউ ইয়র্কে৷  এখান থেকেই শুরু হয় রক সংগীত জগতে তাঁর অগ্রযাত্রা৷

Flash-Galerie Jimi Hendrix
জিমি হেন্ড্রিক্স’এর সঙ্গে মিচ মিচেল (বামে) ও নোয়েল রেডিং (ডানে)ছবি: picture-alliance/KPA/TopFoto

১৯৬৬ সালে নিউ ইয়র্কের শিল্পী এলাকা ‘গ্রীনউইচ ভিলেজ' এ অনুষ্ঠিত কনসার্ট জিমি হেন্ড্রিক্স'কে এনে দেয় বিশ্বখ্যাতি৷ তাঁর অসংখ্য কনসার্টের মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৭ সালে ‘মন্টেরে পপ ফেস্টিভ্যাল' যেখানে তিনি তাঁর ‘ওয়াইল্ড থিং' গানের শেষে মঞ্চে তাঁর গিটারটি পুড়িয়ে ফেলেন৷ জিমি হেন্ড্রিক্সের ভাষায় ‘যা তুমি ভালবাস তাকেই তুমি বিসর্জন দাও৷'  ১৯৬৯ সালে ঘটে ঐতিহাসিক ‘উডস্টক ফেস্টিভ্যাল' যেখানে তিনি সংগীত আর তাঁর গিটারের অভাবনীয় সুরধ্বনির মধ্য দিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন ভিয়েৎনাম যুদ্ধের বিরুদ্ধে৷

রক, ব্লুজ, জ্যাজ আর সৌল সঙ্গীতের সংমিশ্রণে এক নতুন আঙ্গিকের সুদক্ষ ও সৃজনশীল সংগীত সৃষ্টি করতে পেরেছিলেন জিমি হেনড্রিক্স৷ আর সেই সাথে ছিল তাঁর অসাধারণ গিটার বাজানোর ক্ষমতা৷ কিন্তু সংগীতের পাশাপাশি মাদকাসক্তি ছিল তাঁর নিত্যদিনের সাথী৷ এবং তারই পরিণতি, ১৯৭০ সালের ১৮ সেপ্টেম্বর, মাত্র সাতাশ বছর বয়সে লন্ডনের এক হোটেল কক্ষে মৃত্যু বরণ করেন এই অসাধারণ সংগীত প্রতিভা৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য