1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের রঙে সেজেছে ঢাকা, নিরাপত্তা জোরদার

২১ ডিসেম্বর ২০১২

শনিবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা৷ এবার প্রথমবারের মতো ঈদের জামাতের নিরপত্তায় সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়েছে৷ আর সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়৷

https://p.dw.com/p/16XnN
ছবি: picture-alliance/dpa

কক্সবাজরে রামুর বৌদ্ধ পল্লি এবং বৌদ্ধ বিহারে হামলার পর, দূর্গা পূজায় নিরপত্তা ছিল চোখে পড়ার মতো৷ আর কোরবানির ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না৷ ঢাকার জাতীয় ঈদগায়ে পুলিশ ও ব়্যাবের পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনী৷ আর ঢাকাসহ সারা দেশের মসজিদ এবং ঈদগায়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা৷ রাজধানী জুড়ে তল্লাশি, পর্যবেক্ষণ চৌকি কিছুই বাদ রাখা হয়নি৷ ঢাকা মাহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল জানান, নিরপত্তায় কোনো ফাঁক রাখা হয়নি৷ জাতীয় ঈদগায়ে রাষ্ট্রপতিসহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করেন৷ তাই এখানকার নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়েছে৷

এদিকে, ঈদগায়ে ঈদের প্রধান জামাতের আয়োজনেও কোনো ত্রুটি রাখা হয়নি৷ মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা আছে৷ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জিল্লার রহমান জানিয়েছেন যে, তাঁদের স্বেচ্ছাসেবকরা ঈদগায়ের শৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুত আছেন৷

ঈদের নামাজের পর মুসলমানরা পশু কোরবানি করবেন৷ তাই নগরীর বর্জ্য অপসারণের জন্য ১৩ হাজার কর্মী এবং ৭০০ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোরবানির পশুর বর্জ্য নগরীকে দূষিত করতে না পারে ৷ যা জানান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার৷

কোরবানির সঙ্গে আছে ত্যাগের ইতিহাস৷ তাই কোনো অসুস্থ প্রতিযোগিতা না করে সবাইকে হিংসা, হানাহানি ভুলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন৷

এদিকে ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে রং-বেরঙের পতাকায়৷ আর অনেকেই ঈদে গ্রামের বাড়ি যাওয়ায় রাজধানী ফাঁকা হয়ে যায়৷ সাধারণভাবে যানজটের নগরী বলে পরিচিত ঢাকা এখন ধরা দিয়েছে ভিন্ন রূপে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য