1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উৎসব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ অক্টোবর ২০১২

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে বাংলাদেশে৷ কিন্তু ভোগান্তি মানুষের পিছু ছাড়ছে না৷ শেষ দিনে পশুর হাট ক্রেতা শূন্য৷ তাই ব্যাপারীরা লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন৷

https://p.dw.com/p/16XgK
ছবি: Reuters

কোরবানির ঈদের বড় প্রস্তুতি হল পশু কেনা৷ কারণ এই ঈদে মুসলমানরা পশু কোরবানি দেয় ত্যাগের আদর্শকে মহিমান্বিত করতে৷ আর বাংলাদেশে অধিকাংশ মুসলমানই গরু কোরবানি দেয়৷ কিন্তু এবার হাটে পশু আমদানি বেশি হওয়ায় শুরু থেকেই দাম ছিল কম৷ আর শেষ দিনে, অর্থাৎ শুক্রবার, হাট বলতে গেলে ক্রেতাশুন্য হয়ে যায়৷ ক্রেতারা কম দামে পশু কিনতে পেরে খুশি থাকলেও ব্যাপারীরা হতাশ৷ তাঁরা লোকসানের কারণে রীতিমত বসে পড়েছেন৷ আর ব্যাপারীদের এই অবস্থার ক্রেতারাও সমব্যথী৷

Bangladesch Eid al-Fitr Ramadan Ende Flash-Galerie
ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়ছেনছবি: dapd

এদিকে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েন আজ৷ আর নিম্নবিত্ত মানুষ বাধ্য হয়ে যাবনবাহনের ছাদে ওঠেন৷ কারণ বেশি পয়সা খরচ করে বাড়ি যওয়ার সামর্থ্য নেই তাঁদের৷ তার ওপর মহাশড়কে তীব্র যানজট পরিস্থিতকে ভয়াবহ করে তুলেছে৷

ঢাকাসহ সারা দেশে ঈদের নামাজের জন্য ঈদগা এবং মসজিদের নিরপত্তা জোরদার করা হয়েছে৷ আর বাড়ানো হয়েছে ঢাকার নিরপত্তা৷ ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ফাঁকা রাজধানীর নিরপত্তায় তাঁরা কার্যকর ব্যবস্থা নিয়েছেন৷ ব়্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, পথে যাতে মানুষ কোনো ঝামেলায় না পড়েন তারও ব্যবস্থা নেয়া হয়েছে৷

এদিকে রাজধানী ঢাকার একটি এলাকা, চাঁদপুর, বরিশাল, নোয়াখালি, লক্ষ্মীপুরসহ দেশের ১৫টি এলাকার মুসলমানরা আজ ঈদ-উল-আজহা উদযাপন করেছেন৷ তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই একদিন আগে ঈদ করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য