1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় হামলা

জাহিদুল হক২৮ ডিসেম্বর ২০১২

বড়দিনের আগের দিন সন্ধ্যায় জার্মানির সাবেক রাজধানী বনের একটি রাস্তায় ভারতের জনৈক শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন৷ ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাবে রাজি না হওয়ায় ঐ শিক্ষার্থীর জিহবা কেটে নেয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/17AMI
ছবি: picture-alliance/dpa

ডিসেম্বর ২৪৷ রাত ১০টা৷ বন পুলিশের কাছে একটি টেলিফোন আসে৷ তাতে পুলিশ জানতে পারে যে, রাস্তায় এক ব্যক্তির ওপর হামলা হয়েছে৷ সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায় সেখানে৷ গিয়ে দেখতে পায় এক ব্যক্তির মুখ ভর্তি রক্ত৷

ডিডাব্লিউকে এই কথাগুলো বলেছেন বন পুলিশের মুখপাত্র হারি কোলবে৷ আহত ঐ ব্যক্তির বরাত দিয়ে কোলবে জানান, ‘‘দু'জন ব্যক্তি প্রথমে ২৪ বছর বয়সি ঐ ছাত্রকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়৷ আর তাতে রাজি না হলে, তাঁর জিহবা কেটে নেয়ার হুমকি দেয় তারা৷ কিন্তু ছাত্রটি এমন একটা প্রস্তাবে রাজি না হয়ে চলে যেতে উদ্যত হয়৷ ছাত্রটির পেছন নেয় ঐ দুই ব্যক্তি৷ কিছুক্ষণ পর আবারও তারা ছাত্রটিকে ধরে তাঁর জিহবা কেটে নেয়ার চেষ্টা চালায়৷''

আহত ব্যক্তিটি ভারতীয় একজন শিক্ষার্থী বলে বার্তা সংস্থা এপি'কে জানিয়েছেন পুলিশের আরেক মুখপাত্র ফ্রাংক পিওনটেক৷

এদিকে, হারি কোলবে ডিডাব্লিউকে জানিয়েছেন, ‘‘ভারতীয় ঐ শিক্ষার্থী এর আগে কখনো হামলাকারীদের দেখেন নি৷ তাদের পরনে ছিল কালো পোশাক৷ একজন হামলাকারীর উচ্চতা ১৮০ সেন্টিমিটারের মতো হবে এবং বয়স ৩৫-এর কাছাকাছি হতে পারে৷ এছাড়া, হামলাকারীদের মুখে দাঁড়ি ছিল বলেও আমাদের জানান ভারতীয় ঐ শিক্ষার্থী৷''

জার্মানির প্রাইভেসি নীতির কারণে আহত ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ৷ তবে কোলবে জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে৷ তবে এ ঘটনার সঙ্গে আগে পরের কোনো ঘটনার সম্পর্ক রয়েছে কিনা – তা বের করতে কেন্দ্রীয় ও রাজ্যের নিরাপত্তা বিভাগকে বিস্তারিত জানানো হবে, বলেন বন পুলিশের মুখপাত্র৷

ঘটনার পর আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলেও একদিন পর অবশ্য তাঁকে ছেড়ে দেয়া হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য