‘ইন্টারনেটে আপত্তিকর ছবি’ | পাঠক ভাবনা | DW | 08.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইন্টারনেটে আপত্তিকর ছবি’

নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরীর কথা খুব ভালো লাগলো৷ ভালো লাগলো প্রজাপতি পার্কের কথা৷ ইন্টারনেটে আপত্তিকর ছবি ছেড়ে নারীদের ব্ল্যাকমেল সম্পর্কে মোনালিসা পর্বটি ছিলো খুবই হৃদয় বিদারক৷

... যারা এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে তাদের প্রতিরোধে সোচ্চার হওয়া উচিত বলে মনে করেন জলির পাড়ের শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

এই একই বিষয়ে, অর্থাৎ ইন্টারনেটে আপত্তিকর ছবি ছেড়ে নারীদের ব্ল্যাকমেল ও নির্যাতন করা দিন দিন বাড়ছে৷ এতে আত্মহত্যাও বেড়ে গেছে৷ এই বিষয়টি নিয়ে মোনালিসা পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে৷ সবাইকে সচেতন হয়ে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত৷ মন্তব্য দৌলতপুর খুলনার বন্ধু বিশ্বজিৎ কুমার মৃধার৷

চাঁদপুরের বীর সাহসী মুক্তিযোদ্ধা বদরুন নাহারের সাক্ষাৎকারটি ভালো লেগেছে৷ শুক্রগ্রহ ও সূর্যের মিলন নিয়ে ছবিঘরটি ছিলো অসাধারণ৷ এক শিক্ষার্থী ফেসবুকে প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তি করার জন্য রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হয়েছে৷ কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কি এটা মেনে নেওয়া যায়? এভাবেই লিখেছেন, মো.রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে৷

এই গরমে আমরা সবাই খুবই কষ্টে আছি, সে কারণে ইমেল পাঠাই না৷ তবে আজ সকালে খুলনা এফ এম থেকে ডি ডাব্লুর অনুষ্ঠান শুনলাম৷ ভালো লাগলো৷ প্রদীপ বসাক, হাট সিমলা, বর্ধমান৷

জার্মানির তৈরি সাবমেরিনে পরমাণু অস্ত্র বসাচ্ছে ইসরায়েল৷ ‘হোয়াট শুড বি সেড' অর্থাৎ ‘যে কথা অবশ্যই বলতে হয়' প্রখ্যাত নোবেল বিজয়ী গ্যুন্টার গ্রাস এই কবিতাটি লিখে কি ভুল করেছেন? কী অপরাধে তাঁকে ইহুদিবাদী ইসরাইল ‘আনওয়ান্টেড' বলে ঘোষণা করল? বোধ হয় তাঁহার একটিই ভুল৷ তিনি কবিতাটি একটু আগে-ভাগে লিখে ফেলেছেন! আর হ্যাঁ, কবিতাটির বিষয়বস্তু হুবহু সত্য হবার সুবাদে ইহুদিবাদী ইসরাইল লেখককে ইরান গিয়ে সমর্থক জোটাতে পরামর্শ দিয়েছে! আর অপ্রিয় সত্য কথাগুলো আগে-ভাগে ফাঁস হয়ে যাওয়ায় গ্যুন্টার গ্রাসকে ওরা ‘অযাচিত' বলে অভিহিত করছে৷

যদি তা না হয়, তা'হলে ইহুদিবাদী ইসরাইল এখন জার্মানির তৈরি সাবমেরিনে প্রকাশ্যভাবে পরমাণু অস্ত্র বসাচ্ছে, আর ইহুদিবাদের সমর্থকরা মুখে কুলুপ এঁটে বসে আছে! এই পরমাণু অস্ত্রগুলো কার বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছে? কোন দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এ হীন চক্রান্ত ? কোন জাতি এ ধরা থেকে চিরতরে তলিয়ে যাবে? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কি ইহুদিবাদী ইসরাইলকে জার্মানির তৈরি সাবমেরিনে পরমাণু অস্ত্র বসানো থেকে ক্ষান্ত করতে সাহস জোটাতে পারবেন? যদি হয়, তবে আর দেরি নহে৷ আর যদি না হয়, তবে ইরানকে শক্তি প্রয়োগ কেন? এমবি ফাইজউদ্দিন, হাইলাকান্দি, আসাম৷

‘পথশিশুদের অস্তিত্বের লড়াই' এই প্রতিবেদনটি মর্মবেদনায় ভরা৷ সারা বিশ্ব যদি প্রাণীকুলের জন্য সুরক্ষার জন্য ব্যবস্থা নানাপ্রকার আইনে প্রণয়ন করে, তবে কেন এই হতভাগ্য পথশিশুরা বঞ্চিত হবে ? তারা কি প্রাণীকুলের চেয়ে নিকৃষ্ট? সুহৃৎ বন্দ্যোপাধ্যায়, জৌঁগ্রাম, বর্ধমান থেকে প্রশ্ন করেছে৷

শালনগ্রাম কলিবাড়ি বেতার শ্রোতাসংঘ, জলঢাকা, নিলফামারী থেকে লিখেছেন, শ্রোতাবন্ধু সুশীল চন্দ্র রায়৷ লিখেছেন, প্রতিদিন অনুষ্ঠান শোনেন খুব ভালো লাগে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন৷

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ একইসাথে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ক্লাব কার্যালয়ে একথা লিখেছেন মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপার, গোপালগঞ্জ থেকে৷

ডয়েচে ভেলে শ্রোতা সংঘ, কচুয়া, বাগেরহাট থেকে পুরনো বন্ধু তুষার রায় রনি লিখেছেন, মাসিক নিয়মিত চিঠিটি মেইল করে পাঠালাম৷ সম্প্রতি বেশ কিছু পরিবেশনার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন৷

পরিবেশনাগুলি হল, আবর্জনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সাম্প্রতিক অনুষ্ঠিত আইপিএল এর খবর, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশি দুই নারীর বিজয় অভিযান ও সেই সঙ্গে সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া তাজা খবরাখবর৷ আরো লিখেছেন

আর প্রতিদিনই ওয়েবসাইটে বিভিন্ন ঘটনা বহুল নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি৷ ছবিগুলো অতুলনীয়, প্রশংসনীয়, অনবদ্য, মুগ্ধকর, চোখ ঝলসানো৷ সর্বোপরি মনে রাখার মত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন