1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ভবিষ্যৎ

২৪ এপ্রিল ২০১২

ইউরো এলাকায় বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের পথে একের পর এক রাজনৈতিক বাধা দেখা যাচ্ছে৷ নেদারল্যান্ডস’এর সরকার পড়ে গেছে, ফ্রান্সের ভবিষ্যৎ দিশাও অনিশ্চিত৷

https://p.dw.com/p/14kD4
ARCHIV: Die Statue "Europa" der belgischen Kuenstlerin May Claerhout, eine Frauenfigur, die ein Euro-Zeichen hoch haelt, steht in Bruessel in Belgien vor dem Europaeischen Parlament, waehrend im Hintergrund die Fahne des Euro-Mitgliedslandes Spanien weht (Foto vom 12.12.11). Die Ratingagentur Fitch hat am Freitag (27.01.12) die Kreditwuerdigkeit von sechs Staaten der Eurozone herabgestuft. Dabei handelte es sich unter anderen um Spanien. (zu dapd-Text)
প্রতীকী ছবিছবি: dapd

বাজারে অনিশ্চয়তা

ইউরো এলাকার অনিশ্চয়তাকে কেন্দ্র করে চলতি সপ্তাহেও ইউরোপের পুঁজিবাজারে অস্থিরতা দেখা যাচ্ছে৷ সেই পুরানো প্রশ্নই বার বার ফিরে আসছে – অস্বাভাবিক বাজেট ঘাটতি বন্ধ করতে কড়া হাতে রাশ টানা দরকার, না কি বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে আরও অর্থ ঢালা দরকার? দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাজেটে ভারসাম্য আনা প্রয়োজন, এ সম্পর্কে সবাই মোটামুটি একমত বটে৷ কিন্তু আপাতত পুঁজিবাজার চাইছে আরও বিনিয়োগ৷ ব্যয় সংকোচের ফলে বেকারত্ব, বিনিয়োগের অভাব, কর বাবদ সরকারি আয়ে ঘাটতির মতো সমস্যা আরও প্রকট হয়ে উঠছে৷

সোমবার গোটা ইউরোপ জুড়ে বাজারে বিশাল দরপতন দেখা গিয়েছিল, যার প্রভাব অ্যামেরিকা এবং এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ মঙ্গলবার অবশ্য বাজার আবার সামান্য কিছুটা সামলে নিয়েছে৷ মূলত ব্যাংকিং জগতের উদ্যোগের ফলেই ধাক্কা সামলানো গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

রাজনৈতিক অনিশ্চয়তা

রাজনৈতিক স্তরেও বিষয়টিকে কেন্দ্র করে সংকট দেখা যাচ্ছে৷ মাত্রাতিরিক্ত বাজেট ঘাটতি কমানোর বিষয়ে ঐকমত্যে আসতে না পেরে সোমবার নেদারল্যান্ডস'এর সরকার পদত্যাগ করেছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে সমাজতন্ত্রী প্রার্থী ফ্রঁসোয়া ওলঁদ'এর জয় হয়েছে৷ আগামী ৬ই মে প্রেসিডেন্ট সার্কোজি'কে পরাজিত করে ক্ষমতায় এলে বাজেট ঘাটতি সংক্রান্ত কড়া নিয়ম বাতিল করতে চান তিনি৷ নির্বাচনের প্রথম পর্যায়ে পরাজয়ের পর সার্কোজি বলেন, ‘‘ফরাসিরা সংকট সম্পর্কে তাদের রায় দিয়েছে৷ নতুন এই বিশ্ব ব্যবস্থায় তাদের অস্থিরতা, কষ্ট ও আতঙ্কের প্রতিফলন ঘটেছে ব্যালট বাক্সে৷ এই ভয় ও কষ্ট যে কী, তা আমি জানি, ভালভাবেই বুঝতে পারি৷''

Prime Minister Mark Rutte reacts during a debate in the Dutch parliament about the government's resignation caused by a crisis over budget cuts in The Hague April 24, 2012. Rutte offered his minority Liberal-Christian Democrat coalition's resignation to Queen Beatrix of the Netherlands after a split with the populist Freedom Party of Geert Wilders, opening the way for early elections. REUTERS/Robin van Lonkhuijsen/United Photos (NETHERLANDS - Tags: POLITICS)
নেদারল্যান্ডস এর বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটেছবি: REUTERS

ইউরোপীয় ঐক্য নিয়ে সংশয়

এই প্রেক্ষাপটে ইউরোপ তার ঘোষিত নীতি আদৌ কার্যকর করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছে৷ তাছাড়া ইউরোপের ‘চালিকা শক্তি' বলে পরিচিত জার্মানি ও ফ্রান্স সার্কোজি'র আমলে সংকটের সময় যে যৌথ নেতৃত্ব দেখাতে পেরেছে, ওলঁদ ও ম্যার্কেল তা চালিয়ে যেতে পারবেন কি না, সেটাও একটা বড় প্রশ্ন৷ অবশ্য জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে মঙ্গলবার বলেছেন, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে ২৫টি দেশ সম্প্রতি যে নিয়ম মেনে নিয়েছে, তাতে কোনো নড়চড় হবে না৷

যত মত, তত পথ

সরকারি ব্যয় সংকোচ ও অর্থনীতিকে চাঙ্গা করার চাপ সামলাতে ইউরোপের দেশগুলি পথ খুঁজছে৷ আপাতত সবার নজর স্পেন ও ইটালির দিকে৷ দুই দেশেই সরকার অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিয়ে বাজেটে বিশাল কাটছাঁট করছে৷ ইটালি সেইসঙ্গে আমূল সংস্কারের মাধ্যমে গোটা অর্থনৈতিক কাঠামোকে আধুনিক করে তোলার উদ্যোগ নিচ্ছে৷ তবে তার সুফল পেতে অনেক দিন সময় লাগবে৷

এই মুহূর্তে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে স্পেন ও ইটালিকে৷ সেদেশের কেন্দ্রীয় ব্যাংক মন্দার কথা স্বীকার করে নিয়েছে৷ গোটা ইউরোপ জুড়ে উৎপাদনের হার কমে চলেছে৷ এমনকি জার্মানিও তার ব্যতিক্রম নয়৷ তবে জার্মান শিল্প জগত সরকারি ব্যয় সংকোচের মাত্রা আরও বাড়ানোর ডাক দিচ্ছে৷ অ্যামেরিকা অর্থনীতিকে চাঙ্গা করতে একনাগাড়ে ‘স্টিমুলাস প্যাকেজ'এর মাধ্যমে অর্থ ঢেলেছিল৷ ইউরোপ সেই পথে এগোচ্ছে না৷ ইউরোপে লাগাতার অনিশ্চয়তার ফলে বিনিয়োগকারীরাও স্থির করতে পারছেন না, কোথায় তাঁরা অর্থ লগ্নি করবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (রয়টার্স, এপি)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য