ইউরোপের বস্তি নিয়ে প্রতিবেদনটি ছিল তথ্যসমৃদ্ধ | পাঠক ভাবনা | DW | 12.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইউরোপের বস্তি নিয়ে প্রতিবেদনটি ছিল তথ্যসমৃদ্ধ

‘‘আপনাদের ওয়েবসাইটের অসংখ্য পাঠক থাকা সত্ত্বেও শুধুমাত্র কয়েকজন ডয়চে ভেলেতে ইমেল করেন,'' এই মন্তব্য বগুড়ার পাঠক এমএ বারিকের৷

এক ইমেলে তিনি লিখেছেন, ‘‘প্রিয় ডয়চে ভেলে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি কিন্তু ভালো নেই৷ যাই হোক, বেশ কয়েকদিন পর ইমেল করলাম৷ আপনাদের কাছে এ কয়েকদিন ইমেল না পাঠালেও প্রায় সব প্রতিবেদনই পড়েছি৷ এবং আপনাদের সাথেই ছিলাম আগামীতেও আপনাদের সাথেই থাকবো৷ এ বন্ধন যে, ছিন্ন হবার নয়৷ অ্যাপেক শীর্ষ সম্মেলন নিয়ে আপনাদের কাছ থেকে অনেক তথ্য আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে৷ এছাড়া ইউরোপের বস্তি নিয়ে প্রতিবেদনটি ছিল তথ্যসমৃদ্ধ৷ আপনাদের ওয়েবসাইটের অসংখ্য পাঠক থাকা সত্ত্বেও শুধু কয়েকজন ডয়চে ভেলেতে ইমেল করেন৷ অন্য পাঠকদের ইমেল করার জন্য আপনারা কিন্তু উৎসাহ দিতে পারেন৷ এক্ষেত্রে আমার পাঠানো প্রস্তাব আপনারা কাজে লাগাতে পারেন৷ দেখবেন অলৌকিক পরিবর্তন আসবে পাঠক ভাবনা পাতায়৷''

-হ্যাঁ ভাই বারিক, আমাদেরও এই একই প্রশ্ন, পাঠক বন্ধুরা ইমেল করেন না কেন ? আপনি পাঠক বন্ধুদের উৎসাহ দেবার কথা লিখেছেন৷ আমরা তো উৎসাহ দিয়েই চলেছি৷ কিছুদিন আগে ‘পাঠক ভাবনা' পাতাটি পাঠকদের ই-মেলের অভাবে প্রতিদিন আপডেট করা হতো না, এমন কি বন্ধ করে দেবার কথা উঠেছিল, তখন কিন্তু পাঠকদের কাছ থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল৷ তখন অনেকেই লিখেছিলেন যে, তাঁরা আবার নিয়মিত লিখবেন৷ বন্ধুদের উৎসাহ দিতেই পাতাটি আবার প্রতিদিন আপডেট করা হচ্ছে, তারপরও তেমন মতামত পাচ্ছি না৷ আর হ্যাঁ, প্রতিযোগিতা আর পুরস্কারের কথা অনেকেই বলেন, তা ঠিক৷ ফলাফলে দেখা যায় শুধু কুইজ বা প্রতিযোগিতার উত্তর আসে, তেমন মতামত পাঠায় না বন্ধুরা৷ এখন আপনারাই বলুন, আমাদের কী করা দরকার ?

পরের ইমেলটি পাঠিয়েছেন পাঠক সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷ ‘‘জার্মানির রেল ধর্মঘট নিয়ে গ্রেহেম লুকাসের সংবাদভাষ্য পড়ে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷ অনেক দিন পর স্প্যানিশ ফুটবল লিগের ওপর দুটি প্রতিবেদন পেয়ে বেশ ভালো লাগলো৷''

-দু'জনকেই মতামত জানানোর জন্য ধন্যবাদ৷ আর শুভেচ্ছা রইলো সবার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন