‘আসুন, ধূমপান মুক্ত দেশ গড়ি' | পাঠক ভাবনা | DW | 01.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আসুন, ধূমপান মুক্ত দেশ গড়ি'

মশীপুর, সিরাজগঞ্জ থেকে শ্রোতাবন্ধু মিজানুর রহমান লিখেছেন, পোল্ট্রি খামারগুলো থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব' এই প্রতিবেদনটি তার কাছে খুবই ভাল লেগেছে৷

মিজানুর রহমান আরো লিখেছেন, আপত্তিকর ভিডিও ধারণ ও সাংবাদিকের হুমকিতে স্কুল ছাত্রীর আত্মহনন সম্পর্কে প্রতিবেদনটি শুনে খুবই খারাপ লেগেছে৷

এই একই বিষয়ে সিরাজগঞ্জ থেকে কম্পিউটার অপারেটার শ্রোতাবন্ধু এসএম আনোয়ার কবির লিখেছেন, মর্মান্তিক এ খবরটি দেশের সকল বিবেকবান মানুষের বিবেক একটু হলেও নাড়া দেবে৷ সাংবাদিকের এ সাংঘাতিক আচরণের লজ্জা আমরা কোথায় রাখব৷ ডয়চে ভেলেকে গুরুত্বের সাথে প্রতিবেদনটি প্রচার/প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি৷

কারমাইকেল কলেজ রংপুর থেকে শ্রোতাবন্ধু দীনবন্ধু রায় লিখেছেন, আমি ধূমপান মুক্ত বাংলাদেশ চাই, আসুন ধূমপানকে না বলি, দুষণমুক্ত দেশ গড়ি৷

আশা করছি, ডয়চে ভেলে বাংলা বিভাগে আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি আর সময় সময়ে ইন্টারনেটে আপনাদের অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ জানিয়েছেন পৃথ্বীরাজ পুরকায়স্থ৷

মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ থেকে শ্রোতাবন্ধু সাজ্জাদ হোসেন রিজু লিখেছেন আমাদের ওয়েবসাইটে এভারেস্ট বিজয়ী ওয়াফসিয়া নাজরীনের বক্তব্যের সাথে তিনি পুরোপুরি একমত যে, বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার জন্য পুরুষদের সমানভাবে সহযোগিতা করতে হবে৷

পহেলা জুন আমাদের একমাত্র মেয়ে সুমাইয়া আকতার শিমুর ৯ম জন্মবার্ষিকী৷ আমার মেয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন৷ বর্তমানে আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে৷ আগামী ৪ঠা জুন আমাদের ১৪৩ম বিবাহ বার্ষিকী৷ মো.সাইফুল ইসলাম,ইয়ূথ রেডিও ক্লাব,চাঁদনী বাজার, বগুড়া৷

- অনেক অনেক শুভেচ্ছা রইলো তিনজনের জন্যই৷

চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু সাইফুল আলম অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন ডয়চে ভেলে পরিবারের সবাইকে সংবাদ এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার ও ওয়েবসাইটের জন্য৷

গণক বাড়ি, সাভার, ঢাকা থেকে শ্রোতাবন্ধু আসাদুল ইসলাম ডাকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, বহুদিনের পুরোনো শ্রোতা৷ আগে কুষ্টিয়া থেকে শুনতেন আর এখন ঢাকা থেকে শোনেন৷ আগেও ভালো লাগতো এখনও ভালো লাগে৷

শামসুল ইসলাম হাফিজ সিলেট থেকে জানিয়েছেন, ডয়চে ভেলে থেকে প্রচারিত প্রতিটি পরিবেশনাই তাকে মুগ্ধ করে৷ আপনি আমাদের সাথে সরাসরি টেলিফোনে কথা বলতে চান, তাই এর নিয়ম জানতে চেয়েছেন৷

- টেলিফোন করার জন্য কোন নিয়ম-কানুন নেই ভাই হাফিজ৷ সোমবার থেকে শুক্রবার আমাদের সময় সকাল ৯টা থেকে পাঁচটার মধ্যে যে কোন সময় টেলিফোন করতে পারেন, কথা বলতে পারেন, জানাতে পারেন অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত৷

আমাদের টেলিফোন নম্বর হচ্ছে – 0049.228.429 4158 আর ভয়েসমেল নম্বর 0049. 228.429 16 4158

এ সপ্তাহে টেলিফোন চুয়াডাঙ্গা থেকে শ্রোতাবন্ধু হায়দার মাষ্টার টেলিফোনে কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন নন্দন পর্বটি খুব ভালো লেগেছে জানালেন৷

মধুখালী, ফরিদপুর থেকে শ্রোতাবন্ধু গোলাম সারোয়ার বিভিন্ন পরিবেশনা ভালো লাগার কথা বললেন৷ ডয়চে ভেলের বাংলা বিভাগের পুরনো কর্মীদের মাঝে মধ্যে সাক্ষাৎকার নেওয়ার প্রস্তাব দিয়েছেন টেলিফোনে৷

নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ থেকে শ্রোতাবন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জী জানিয়েছেন, বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তাদের ক্লাব থেকে এক পথ পরিক্রমার আয়োজন করা হয়েছিলো৷ অর্থাৎ পথে যারা ধূমপান করছিলেন, তাদেরকে ধূমপানের কুফলগুলো জানানো হয়েছে৷ শ্রোতাবন্ধু কাঞ্চন কুমার মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে অন্তত কিছু মানুষ ধূমপান সম্পর্কে সচেতন হয়েছেন৷

আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে একটি আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমেলে, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপার, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু মাইকেল হালদার৷ যদিও এই ইমেলটি রেডিও জাপানকে উদ্দেশ্য করে লেখা যেটা আমাদের ঠিকানায় এসে গেছে৷ ক্লাবের পক্ষ থেকে ‘ভালো উদ্যোগ' সেটাই বড় কথা৷ আপনাদের এসব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই৷

ডিএম ইন্টারন্যাশনাল ক্লাব, গ্রীন রোড, ঢাকা থেকে মোনা আনোয়ার জানিয়েছেন, ডয়চে ভেলে থেকে বাংলাদেশ সম্পর্কে নানা তথ্য জানানো হয় যা তার কাছে ভালো লাগে৷ নারী শ্রোতাদের উৎসাহ দেয়ার অনুরোধ করেছেন তিনি৷

- সে চেষ্টা আমরা সবসময়ই করে থাকি৷ আসলে নারী শ্রোতারা এতো কম লেখেন যে উৎসাহ দেবারই তেমন সুযোগ পাওয়া যায়না৷ বান্ধবীদের বলুন না লিখতে! ফেসবুকেও আসতে পারেন তারা৷

চিঠি পাঠিয়েছেন দুই বোন গৌরী ও প্রিয় পাল, জার্মান তরুণ শ্যামল সংঘ, সিলেট থেকে৷ লিখেছেন, অনুষ্ঠান যত শোনেন তত মুগ্ধ হন আপনারা৷ কিন্তু পড়াশোনার চাপে তেমন লিখতে পারেন না৷

পাছওয়াইল রেডিও শ্রোতাক্লাব, হরিপুর, পাবনা থেকে শ্রোতাবন্ধু ডা.এসএমএ হান্নান এবং মেফতাহুল আরেফীনের লেখা বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন ডাকে, যাতে লেখা রয়েছে বিভিন্ন সময়ে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত মতামত৷

- বিভিন্ন মাধ্যমে মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আরো বেশি বেশি লেখার অনুরোধ রইলো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন