‘অনেক ব্লগার দেশের মুখ উজ্জ্বল করছে’ | পাঠক ভাবনা | DW | 04.04.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অনেক ব্লগার দেশের মুখ উজ্জ্বল করছে’

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা হারাচ্ছে৷ ব্লগারদের নিরাপত্তার জন্য কোনো বিধান না থাকলেও কারা কারা কোন কাজের জন্য অপরাধী হচ্ছে, সেটা আসলে বিচার করার মতো কোনো ব্যবস্থা নেই৷

ব্লগাররা যে শুধ খারাপ কাজ করছে তা নয়৷ যে যার দৃষ্টিভঙ্গি নিয়ে লিখছে৷ মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেটা কোনো ধর্ম অবমাননা করার জন্য নয়৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দেশে প্রচলিত আইনে তার বিচার হতেই পারে৷ তবে আইনের চোখে যেন কোনো গোষ্ঠীকে এক করে না দেখা হয়৷ আমাদের দেশের হাজারো ব্লগার আছে যারা নিয়মিতভাবে নিজের ব্লগে দেশের নানা কথা, কাজ তুলে ধরে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে৷ তাদের ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নয়৷ সমস্যা হচ্ছে তখনই, যখন কোনো জাতি বা ধর্মের ক্ষেত্রে কোনো অনৈতিক কথা বলা হচ্ছে৷ আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কোনো লেখায় কোনো ধর্মের মানুষের মনে আঘাত না লাগে৷ আবার ব্লগ বা ব্লগিং কি – তাও সবাইকে জানতে হবে৷ না জেনে-বুঝে কোনো সিদ্ধান্ত নেয়াটা ঠিক হবে না৷ আসুন আমরা ভালো কাজের সাথে থাকি, ভালো কাজ করি৷

আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভালো আছি৷ মো. সোহেল রানা হৃদয় প্রেসিডেন্ট, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ভিউয়ার/পরিদর্শক, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে লিখেছেন৷

- সোহেল রানা, ধন্যবাদ অনেকদিন পর আবার লেখার জন্য৷ যখন বাংলা অনুষ্ঠান রেডিওতে শুনতেন তখনও কিন্তু আপনি নিয়মিত ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মতামত জানাতেন৷ আশা করেছিলাম এখনও সেভাবেই লিখবেন৷ কিন্তু সেভাবে সাড়া না পেয়ে খানিকটা হতাশ৷ সময় সুযোগ করে লিখলে ভালো লাগবে৷

‘কি কব কষ্টের কথা'

প্রিয় বাংলাদেশ, তোমারে এত অচেনা করলো কারা?

আস্তিক-নাস্তিক-ধার্মিক নিয়ে কেউ ভাবি না আমরা

অথচ কি অভাবিত প্রশ্নে তোমারে পোড়ায় যারা

১৫ কোটি মুসলমান কবে বল্লো, নেতা মোদের তোমরা?

সংখ্যাধিক্যে বড় বটে আমরা মুসলমান, তা বলে কি

অপর ধর্মের ওরা সব হবে দেশত্যাগী?

আমরা তো এতকাল সহধর্মে ছিলাম শান্তিতে

আমাদের দেশটারে কারা ভরে দেয় অশান্তিতে?

প্রিয় বাংলাদেশ, দোহাই, আবার আগের মতো চিরচেনা হও

অনেক সাধের মাঠের পারের অবাধ ঠিকানা হও৷

- আজ এই কবিতাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন বোন নুরুনন্নাহার শিরীন৷ ধন্যবাদ৷

প্রতিদিনই বাংলা ওয়েবসাইট দেখছি, পড়ছি, কখনো দুই চার লাইন লিখে মনের কথা জানাচ্ছি৷ মাঝে মাঝে ভাবি, ডয়চে ভেলের ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বা নতুন পাঠককে বাংলা ওয়েবসাইট দেখায় আকৃষ্ট করার জন্য ব্যক্তিগতভাবে কি কোনো অবদান রাখতে পারছি?

বসন্তে গাছের পুরানো পাতা ঝরে গিয়ে যেমন আবার নতুন পাতা গজায়, আমার মতন পুরনো শ্রোতা/ পাঠক ঝরে গিয়ে ডয়চে ভেলের পরিবারে নতুন দর্শক পাঠকের আগমন হোক, এই কামনা করি সবসময়৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

- সুভাষ চক্রবর্তী, প্রতিদিন ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে আমাদের কাছে লেখার জন্য আমরা কৃতজ্ঞ৷ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা৷

- বন্ধুরা, যে যেখানে আছেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন